অরুণ জেটলির নামে হচ্ছে দিল্লির স্টেডিয়াম

ভারতের সাবেক অর্থমন্ত্রী অরুণ জেটলি। ছবি: এএফপি
ভারতের সাবেক অর্থমন্ত্রী অরুণ জেটলি। ছবি: এএফপি

তিন দিন আগে মারা গেছেন ভারতের সাবেক অর্থমন্ত্রী অরুণ জেটলি। তবে অর্থমন্ত্রী ছাড়াও আরেকটি পরিচয় ছিল তাঁর। দিল্লি প্রাদেশিক ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ডিডিসিএ) সাবেক সভাপতি ছিলেন তিনি। এবার তাঁর সম্মানার্থে নতুন সিদ্ধান্ত নিয়েছে ডিডিসিএ। দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নামকরণ করা হচ্ছে অরুণ জেটলির নামে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আজ মঙ্গলবার এক টুইটে নতুন এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ডিডিসিএ। আগামী ১২ সেপ্টেম্বর এক অনুষ্ঠানে ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নামকরণ আনুষ্ঠানিকভাবে অরুণ জেটলির নামে করা হবে। নতুন নামকরণের পর স্টেডিয়ামটির নাম হবে অরুণ জেটলি স্টেডিয়াম।

১৯৯৯ থেকে ২০১৩ পর্যন্ত মোট ১৪ বছর ডিডিসিএর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন অরুণ জেটলি। দিল্লির ক্রিকেটে তাঁর অবদানের প্রতি সম্মান জানাতেই এই সিদ্ধান্ত নিয়েছে ডিডিসিএ।

ওই একই অনুষ্ঠানে স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের নামকরণ করা হবে দিল্লির আরেক কৃতী সন্তান ও বর্তমান ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির নামে। টুইটেই এই বিষয়টি নিশ্চিত করেছে ডিডিসিএ। টুইটে সংস্থাটি বলেছে, অরুণ জেটলির নামে কোটলার নামকরণ করা হচ্ছে। আগামী ১২ সেপ্টেম্বর একটি অনুষ্ঠান আয়োজন করে নতুন এই নামকরণ করা হবে। একই অনুষ্ঠানে স্টেডিয়ামের একটি গ্র্যান্ডের নাম ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির নামে করা হবে।

অরুণ জেটলির নামে স্টেডিয়ামের নামকরণ করার ঘোষণা দিয়ে ডিডিসিএর টুইট। ছবি: টুইটার থেকে সংগৃহীত

কেন অরুণ জেটলির নামে স্টেডিয়ামের নামকরণ করা হচ্ছে, সে বিষয়ে বলতে গিয়ে ডিডিসিএর বর্তমান সভাপতি রজত শর্মা বলেছেন, ‘অরুণ জেটলির সমর্থন ও অনুপ্রেরণাতেই বিরাট কোহলি, বীরেন্দ্র শেবাগ, গৌতম গম্ভীর, আশিস নেহরা, ঋষভ পন্তদের মতো খেলোয়াড় উঠে এসেছে এবং ভারতের জার্সিকে গর্বিত করেছে। তাঁর মেয়াদেই এই স্টেডিয়াম নতুন করে নির্মাণ করা হয়েছিল। তাঁর নামেই এই স্টেডিয়ামের নামকরণ করার চেয়ে ভালো কিছু আর কী হতে পারে?’

এর আগে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজালের কাছে লেখা এক চিঠিতে সাবেক ভারতীয় ওপেনার ও বর্তমানে বিজেপির সাংসদ গৌতম গম্ভীর প্রস্তাব জানিয়েছিলেন, দিল্লির যমুনা স্পোর্টস কমপ্লেক্সের নামকরণ যেন অরুণ জেটলির নামে করা হয়। এক টুইট বার্তায় গম্ভীর বলেছিলেন, ‘তিনি আজীবন আমাদের হৃদয়ে থাকবেন। আমাদের প্রিয় নেতার প্রতি সম্মানের নিদর্শনস্বরূপ আমি প্রস্তাব করছি, যমুনা স্পোর্টস কমপ্লেক্সের নতুন নামকরণ করা হোক অরুণ জেটলি স্পোর্টস কমপ্লেক্স।’

২৪ আগস্ট দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে (এইমস) মারা যান ৬৬ বছর বয়সী অরুণ জেটলি। ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত বিজেপি সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। ভারতের সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেটও ছিলেন তিনি। শারীরিক অসুস্থতার কারণে মোদি সরকারের বর্তমান মন্ত্রিসভায় যোগ দেননি জেটলি।