হাতের এক্স-রে
হাতের এক্স-রে

ইতিহাসের এই দিনে: এক্স-রে ব্যবহার শুরু

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ১১ জানুয়ারি। চলুন দেখি, বিশ্বে এদিন কী কী বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম

বিশ্বজুড়ে চিকিৎসাবিজ্ঞানে এখন যে এক্স-রে ব্যবহার করা হয়, সেটা শুরু হয়েছিল ১৮৯৬ সালের ১১ জানুয়ারি। ব্রিটিশ চিকিৎসক জন হল-এডওয়ার্ড প্রথমবারের মতো চিকিৎসায় ব্যবহারযোগ্য এক্স-রে উদ্ভাবন করেন। জন হল একজন রোগীর হাতের এক্স-রে করতে গিয়ে প্রথম এটার ব্যবহার করেন।

সপ্তাহব্যাপী দাঙ্গা

সময়টা ৫৩২ সালের ১১ জানুয়ারি, বাইজেন্টাইন সাম্রাজ্যের অধীন থাকা কনস্টানটিনোপলে দাঙ্গা শুরু হয়। এক সপ্তাহজুড়ে চলা ভয়াবহ দাঙ্গায় সমৃদ্ধ শহরটির প্রায় অর্ধেক ধ্বংস হয়ে যায়।

ধূমপান ফুসফুসের ক্যানসারের কারণ

ধূমপান করলে ফুসফুসে ক্যানসারের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। এটা প্রথম জানা যায় ১৯৬৪ সালের ১১ জানুয়ারি। মার্কিন শল্যচিকিৎসক জেনারেল লুথার টেরি প্রথমবারের মতো তাঁর এক প্রতিবেদনে এ কথা জানান।

ইনসুলিনের ব্যবহার শুরু

ইনসুলিন

ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের কাছে পরিচিত নাম ইনসুলিন। ইনজেকশন পুশ করে ইনসুলিন নেওয়ার সুবিধা পাওয়া যায় ১৯২২ সালের ১১ জানুয়ারি থেকে। কানাডার লিওনার্দো থম্পসন নামের এক ছেলের শরীরে প্রথমবার ইনজেকশন ব্যবহার করে ইনসুলিন দেওয়া হয়।