বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। তবে কিছু বিষয় দাগ কাটে মানুষের মনে। স্থায়ীভাবে ঠাঁই পায় ইতিহাসে। তেমন কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ১৭ জুলাই। ফিরে দেখা যাক, উল্লেখযোগ্য কী ঘটেছিল এই দিনে। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।
যুক্তরাজ্যের টেমস নদীতে ভিন্নধর্মী এক আয়োজন করা হয় সময়টা ১৭১৭ সালের ১৭ জুলাই। ওই দিন টেমসের বুকে অনুষ্ঠিত হয় ফ্লোটিং অর্কেস্ট্রা বা ‘ভাসমান কনসার্ট’। জার্মান বংশোদ্ভূত সংগীত পরিচালক জর্জ ফ্রেদেরিক হ্যান্ডেল ছিলেন এই কনসার্টের শিল্পী।
নৌকায় টেমসের পানিতে ভেসে ভেসে সংগীত পরিবেশন করেন ফ্রেদেরিক হ্যান্ডেল। অন্য একটি নৌকায় ভেসে কনসার্ট উপভোগ করেন ব্রিটেনের তখনকার রাজা প্রথম জর্জ। বিশ্বে এটাই ভাসমান কনসার্ট আয়োজনের প্রথম ঘটনা।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জনপ্রিয় থিমপার্ক ডিজনিল্যান্ড। ১৯৫৫ সালের ১৭ জুলাই পার্কটি চালু হয়। ওয়াল্ট ডিজনির সরাসরি তত্ত্বাবধানে এই পার্ক বানানো হয়েছিল। প্রতিবছর লাখ লাখ পর্যটক এখানে ভ্রমণ করেন।
স্পেনের গৃহযুদ্ধ সে দেশের ইতিহাসে একটি রক্তক্ষয়ী অধ্যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর আগে ১৯৩৬ সালের ১৭ জুলাই স্পেনের গৃহযুদ্ধের সূচনা হয়। চলে ১৯৩৯ সাল পর্যন্ত। গৃহযুদ্ধে স্পেনীয় জাতীয়তাবাদীরা বিজয় লাভ করে।
আঙ্গেলা ম্যার্কেল পেশায় জার্মান রাজনীতিক। দেশটির প্রথম নারী চ্যান্সেলরও ছিলেন তিনি। ২০০৫ সালে জার্মানির সরকারপ্রধানের দায়িত্ব নেন ম্যার্কেল। টানা ক্ষমতায় ছিলেন ২০২১ সাল পর্যন্ত। এখন অবসরজীবন কাটাচ্ছেন এই নারী। আজ ম্যার্কেলের জন্মদিন। ১৯৫৪ সালের ১৭ জুলাই পশ্চিম জার্মানির হামবুর্গে জন্মগ্রহণ করেছিলেন তিনি। ম্যার্কেল বর্তমান বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারীদের একজন।