ইতিহাসের এই দিনে: ডায়ানার শেষকৃত্য

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ৬ সেপ্টেম্বর। চলুন, দেখি বিশ্বে এদিন কী কী বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম

প্রিন্সেস অব ওয়েলস ডায়ানা

প্রিন্সেস অব ওয়েলস ডায়ানাকে বলা হয় ‘জনমানুষের রাজকন্যা’। তিনি ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের প্রথম স্ত্রী। অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বিশ্বব্যাপী সুনাম কুড়িয়েছিলেন তিনি। চার্লসের সঙ্গে বিয়ে ও বিচ্ছেদ নিয়ে বরাবর আলোচনায় ছিলেন ডায়ানা। তাঁর ফ্যাশনসচেতনতা আজও নজর কাড়ে।

১৯৬১ সালের ১ জুন যুক্তরাজ্যের নরফোক এলাকার স্যানড্রিংহামে জন্ম হয় ডায়ানার। আর ১৯৯৭ সালের ৩১ আগস্ট মাত্র ৩৬ বছর বয়সে ফ্রান্সের রাজধানী প্যারিসে এক গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর। ওই দুর্ঘটনায় প্রাণ হারান ডায়ানার সঙ্গে থাকা প্রেমিক পাকিস্তানি বংশোদ্ভূত দোদি আল-ফায়েদও।

১৯৯৭ সালের ৬ সেপ্টেম্বর ডায়ানার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। ওই দিন লাখো মানুষের অংশগ্রহণে যুক্তরাজ্যের লন্ডনে বসেছিল ডায়ানার অন্ত্যেষ্টিক্রিয়ার রাজকীয় আয়োজন।

চার্লস-ডায়ানা দম্পতির দুই সন্তান, উইলিয়াম ও হ্যারি। বড় ছেলে প্রিন্স উইলিয়াম ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী। আর ছোট ছেলে প্রিন্স হ্যারি স্ত্রী-সন্তান নিয়ে ২০২০ সালে রাজপরিবার ছেড়ে যুক্তরাষ্ট্রে পাকাপাকিভাবে থিতু হয়েছেন।

স্পেনে ফেরে ‘ভিক্টোরিয়া’

স্পেনের একটি জাহাজের নাম ‘ভিক্টোরিয়া’। মসলা ব্যবসায়ীদের জন্য ইন্দোনেশিয়া যাওয়া-আসার নৌপথ আবিষ্কারে এই জাহাজ অভিযানে নেমেছিল। ১৫২২ সালের এই দিনে প্রথম বিশ্বভ্রমণ শেষে স্পেনে ফিরে আসে আলোচিত জাহাজ ভিক্টোরিয়া।

প্রথম সুপারমার্কেট চালু

পিগলি উইগলির একটি আউটলেট

বিশ্বের প্রথম সুপারমার্কেট ‘পিগলি উইগলি’। ১৯১৬ সালের ৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের মেমফিসে আনুষ্ঠানিকভাবে এটা চালু হয়।

সাবমেরিন হামলার প্রথম ঘটনা

সময়টা ১৭৭৬ সালের ৬ সেপ্টেম্বর। তখন আমেরিকান বিপ্লব চলছে। সশস্ত্র যুদ্ধের অংশ হিসেবে একটি সাবমেরিন ব্রিটিশ সামরিক জাহাজ এইচএমএস ইগলে হামলা পরিচালনা করে। ওই সময় জাহাজটি নিউইয়র্ক পোতাশ্রয়ে অবস্থান করছিল। হামলা পরিচালনাকারী সাবমেরিনের নাম ছিল ‘টার্টল’। তবে এই হামলা ফলপ্রসূ হয়নি।