একনজর: ফিলিস্তিন, ইসরায়েল, লেবাননে কী ঘটল সারা দিন

গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল
ফাইল ছবি: রয়টার্স

আজ ২৪ অক্টোবর মঙ্গলবার। বিশ্বে দিনভর আলোচিত ছিল ফিলিস্তিন- ইসরায়েল সংঘাতের খবর। গতকাল সোমবার সন্ধ্যা থেকে আজ মঙ্গলবার ভোর হওয়ার আগ পর্যন্ত গাজার বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। উত্তর, দক্ষিণ ও মধ্যাঞ্চলে চালানো এসব হামলায় নিহত হয়েছে ১৪০ জন

ইসরায়েলের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া কয়েকটি বাড়ি। উত্তর গাজা, ২৩ অক্টোবর

এই হামলার মধ্যেই গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার যুদ্ধবিরতির বিপক্ষে কথা বলেছেন। তিনি সতর্কতা জারি করে বলেছেন, গাজায় এখন ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর করলে হামাস উপকৃত হবে। কারণ হামাস নিজেদের গুছিয়ে নেওয়ার সময় পাবে।

জাতিসংঘের সাধারণ পরিষদ

এসবের মাঝেই আগামী বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদে বিশেষ জরুরি বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে ফিলিস্তিনের গাজার ভয়াবহ পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। গত সপ্তাহে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে বাতিল হয়ে যায়।

মুক্তি পাওয়া দুই ইসরায়েলি নুরিত কুপার (৭৯) ও ইয়োশেভেদ লিফশিৎজ (৮৫)

এদিকে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস দুই ইসরায়েলি নারীকে মুক্তি দিয়েছে। হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডসের মুখপাত্র আবু ওবায়দা গতকাল সোমবার এসব কথা জানিয়েছেন। কাতার ও মিসরের মধ্যস্থতায় এই দুই বন্দীকে মুক্তি দেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা

ফিলিস্তিন ও ইসরায়েলের চলমান সংঘাত নিয়ে  নীরবতা ভেঙেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। গতকাল সোমবার এক বিবৃতিতে তিনি  ইসরায়েলের ‘আত্মরক্ষার অধিকারের’ প্রতি সমর্থন জানিয়েছেন। একই সঙ্গে তিনি ফিলিস্তিনিদের দুর্দশা উপেক্ষা করার বিষয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন।

গাজা সীমান্তে বিপুল সেনাসহ সামরিক সরঞ্জাম জড়ো করেছে ইসরায়েল

দিনের এসব ঘটনার মধ্যে গাজা নিয়ে ইসরায়েলের পরিকল্পনা কী তা জেনে নিতে পারেন সিএনএনের এক বিশ্লেষণে। এসব পরিকল্পনার মধ্যে রয়েছে গাজায় ইসরায়েলের স্থল অভিযান, হামাসকে সম্পূর্ণভাবে নির্মূল করা।

ক্ষেপণাস্ত্র হামলার পর লেবাননের সীমান্ত এলাকায় হিজবুল্লাহর একটি ঘাঁটিতে বিমান হামলা চালায় ইসরায়েল

ইসরায়েলের হামলায় লেবানন সীমান্তে কতজন বাস্তুচ্যুত হয়েছেন তা জেনে নিতে পারেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বলছে,  লেবাননের সীমান্ত এলাকায় গত কয়েক দিনে সাড়ে ১৯ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ইসরায়েলের সঙ্গে ইরানের সমর্থনপুষ্ট শিয়াপন্থী গোষ্ঠী হিজবুল্লাহর লড়াইয়ের জেরে তারা ঘর ছাড়তে বাধ্য হয়েছে।

সবচেয়ে বয়স্ক কুকুর ববি

শেষ করা যাক একটু ভিন্ন খবর দিয়ে। বিশ্বের সবচেয়ে বয়স্ক কুকুর ববি মারা গেছে। তার বয়স হয়েছিল ৩১ বছর। সবচেয়ে বয়স্ক কুকুর হিসেবে গিনেস বুকে নাম উঠেছিল তার।