জেলেনস্কি
জেলেনস্কি

ইউক্রেন পরিস্থিতি

ট্রাম্প কীভাবে পুতিনের পক্ষ নিতে পারেন, প্রশ্ন জেলেনস্কির

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের বিষয়ে রাশিয়াকে সমর্থন করতে চাইলে তিনি আমেরিকানদের বিরুদ্ধে চলে যাবেন। গত রোববার সিএনএনের কেইতলান কলিন্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি ট্রাম্প সম্পর্কে আরও বলেন, ট্রাম্প কীভাবে পুতিনের পক্ষ নিতে পারেন, তা তিনি বুঝে উঠতে পারেন না। তিনি বলেন, এটা অবিশ্বাস্য।

জেলেনস্কি বলেন, ‘আমি মনে করি ডোনাল্ড ট্রাম্প পুতিন সম্পর্কে জানেন না। আমি জানি, তিনি পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। কিন্তু তিনি কখনো পুতিনের সঙ্গে লড়াই করেননি। মার্কিন সেনাবাহিনী কখনোই পুতিনের সেনাদের সঙ্গে লড়েনি। আমি এ বিষয়ে ভালোভাবে জ্ঞাত আছি।’

জেলেনস্কি আরও বলেন, পুতিন কখনো যে থামবেন না, আমি মনে করি না যে তিনি সেটা বোঝেন।

বার্তা সংস্থা এএফপি জানায়, জেলেনস্কি আরও বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধের জয় পশ্চিমা দেশগুলোর সাহায্যের ওপর ‘নির্ভর’ করছে। যুক্তরাষ্ট্র তাঁর দেশের জন্য সামরিক সহায়তার প্যাকেজ অনুমোদন করবে এ ব্যাপারে তিনি ‘নিশ্চিত’ ছিলেন। গত রোববার ইউক্রেনের রাজধানী কিয়েভে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি এসব কথা বলেন। জেলেনস্কি আরও বলেন, ‘ইউক্রেন যদি হেরে যায়, তাহলে সেটা আমাদের জন্য খুব কঠিন হয়ে যাবে। আর সেটা হলে বিপুলসংখ্যক মানুষ হতাহত হবেন। যেটা আপনাদের ওপর, আমাদের মিত্রদের ওপর ও পশ্চিমাদেরও ওপর নির্ভর করছে। কংগ্রেসের বিষয়ে আমরা আশাবাদী। আমি নিশ্চিত যে তারা ভালো কোনো সিদ্ধান্ত নেবে।’

সংবাদ সম্মেলনে জেলেনস্কি আরও বলেন, যুদ্ধের দুই বছরে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে ৩১ হাজার ইউক্রেনীয় সেনা প্রাণ হারিয়েছেন। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর দুই বছর পূর্তির পর যুদ্ধে সৈন্য হারানোর এই হিসাব দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘এই যুদ্ধে ইউক্রেনের ৩১ হাজার সেনা প্রাণ হারিয়েছেন। সংখ্যাটা ৩ লাখ বা দেড় লাখ নয়। (রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন) এ নিয়ে মিথ্যাচার করছেন। যা হোক, আমাদের জন্য একটা অনেক বড় এক ক্ষতি।’