বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বিমানবন্দর ও মেট্রোস্টেশনে বোমা হামলার জন্য ছয়জনকে দোষী সাব্যস্ত করেছেন সেখানকার আদালত। ২০১৬ সালে ব্রাসেলসের বিমানবন্দর ও মেট্রোস্টেশনে চালানো ওই হামলায় ৩২ জন নিহত হন।
ওই হামলার দায় জঙ্গি দল আইএস নিয়েছে। হামলার ঘটনায় যাঁরা দোষী সাব্যস্ত হয়েছেন, তাঁদের একজন হলেন ফ্রান্সের নাগরিক সালেহ আবদেসসালাম। ২০১৫ সালে প্যারিসে হামলার ঘটনায় ১৩০ জন নিহত হন। ওই হামলায় তিনি জড়িত ছিলেন বলে কৌঁসুলিরা আদালতকে জানান।
ব্রাসেলসে হত্যার ঘটনায় যাঁরা দোষী সাব্যস্ত হয়েছেন, তাঁদের বেলজিয়ামে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে। আগামী সেপ্টেম্বর মাসের শেষ দিকে এই সাজা কার্যকর করা হতে পারে।
আদালতে জানানো হয়, প্যারিসে হামলার পর আবদেসসালাম ব্রাসেলসে পালিয়ে আসেন।
দোষী সাব্যস্তদের মধ্যে আরেকজন হলেন মরক্কোর মোহাম্মদ আবরিনি। তিনি বিমানবন্দরে শেষ মুহূর্তে আত্মঘাতী বিস্ফোরণের সিদ্ধান্ত থেকে সরে আসেন। তবে সিরীয় বংশোদ্ভূত ওসামা ক্রায়েম বিমানবন্দরে আত্মঘাতী বিস্ফোরণ চালিয়েছিলেন। তিনিও দোষী সাব্যস্ত হয়েছেন।
দোষী সাব্যস্ত আরও তিনজন হলেন ওসামা আতার, আলী এল হাদ্দাদ আসুফি ও বিলাল আল মাখোউখি।