যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক

‘কনজারভেটিভ পার্টির জন্য সবচেয়ে কঠিন সময় এটা’

যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শেষে প্রকাশিত বুথফেরত জরিপে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ভরাডুবির আভাস পাওয়া গেছে। এর প্রতিক্রিয়ায় ঋষি সুনাক সরকারের শ্রম ও পেনশন–বিষয়ক মন্ত্রী মেল স্ট্রিডি বলেছেন, কনজারভেটিভ পার্টির জন্য সবচেয়ে কঠিন সময় এটা। 

ক্ষমতাসীন দলের এই রাজনীতিক বিবিসিকে বলেন, ‘বুথফেরত জরিপ বলছে, আমার অনেক সহকর্মী নিজেদের আসনে হারতে চলেছেন। এটার জন্য আমি খুবই দুঃখিত।’

নিজের নির্বাচনী আসনে জয়ের বিষয়ে আশাবাদ জানিয়ে এই মন্ত্রী বলেন, ‘আমাদের অপেক্ষা করতে হবে এবং শেষ পর্যন্ত দেখতে হবে।’

যুক্তরাজ্যের পার্লামেন্টের ৬৫০টি আসনে বৃহস্পতিবার ভোট হয়েছে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে যেকোনো দলকে এককভাবে ৩২৬টি আসনে জয় পেতে হবে।

বুথফেরত জরিপে বলা হয়েছে, বিরোধী দল লেবার পার্টি জয় পেতে পারে ৪১০টি আসনে। প্রধানমন্ত্রী ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টি ১৩১টি আসনে জয় পেতে পারে। আর ৬১টি আসনে জয়ী হয়ে তৃতীয় অবস্থানে থাকতে পারে লিবারেল ডেমোক্রেটিক পার্টি।

সে ক্ষেত্রে যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন লেবার নেতা কিয়ার স্টারমার।

বুথফেরত জরিপের ফল ঘোষণার পর প্রধানমন্ত্রী ঋষি সুনাকের নির্বাচনী আসন ইয়র্কশায়ারের রিচমন্ডে তাঁর বাড়ির আশপাশে সুনসান নীরবতা বিরাজ করছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাতটায় ভোট গ্রহণ শুরু হয়। শেষ হয় রাত ১০টায়। এখন চলছে ভোট গণনা। সব কটি আসনের ফল পেতে স্থানীয় সময় শুক্রবার সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।