স্পেনে বন্যার কারণে অনেক গাড়ি ভেসে গিয়ে সড়ক বন্ধ হয়ে গেছে
স্পেনে বন্যার কারণে অনেক গাড়ি ভেসে গিয়ে সড়ক বন্ধ হয়ে গেছে

স্পেনে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫, পাঁচ দশকে সর্বোচ্চ

অত্যধিক বৃষ্টির জেরে পাঁচ দশকের বেশি সময়ের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী বন্যার মুখোমুখি হয়েছে ইউরোপের দেশ স্পেন। দেশটির পূর্বাঞ্চলের ভ্যালেন্সিয়া প্রদেশ ও আশপাশের এলাকায় বন্যায় মৃত মানুষের সংখ্যা বেড়ে হয়েছে অন্তত ৯৫। এখনো বেশ কয়েকজন নিখোঁজ।

গত মঙ্গলবার মুষলধারে বৃষ্টির জেরে আকস্মিক বন্যা দেখা দেয়। ভেসে যায় বিভিন্ন সেতু, সড়ক, ভবন। পানির তোড় থেকে বাঁচতে অনেক মানুষকে বাড়ির ছাদে উঠতে কিংবা গাছ আঁকড়ে ধরতে দেখা যায়।

শুধু ভ্যালেন্সিয়া প্রদেশেই ৯২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভ্যালেন্সিয়ার পশ্চিমে কাস্তিলা–লা–মানচায় দুজন এবং মালাগা শহরে একজন ব্রিটিশ নাগরিকের মৃত্যু হয়েছে। বাড়ি থেকে উদ্ধারের পর হাসপাতালে ওই ব্যক্তির মৃত্যু হয়।

স্পেনের সরকার জানিয়েছে, বন্যায় এখনো বেশ কয়েকজন নিখোঁজ। তাই মৃত মানুষের সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো শানচেজ বন্যায় হতাহতের জন্য দেশটিতে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। বন্যায় মারা যাওয়া ব্যক্তিদের সম্মানে গতকাল বুধবার দেশটির পার্লামেন্টে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বলা হচ্ছে, ১৯৭৩ সালের পর এবারই সবচেয়ে প্রাণঘাতী বন্যার মুখোমুখি হয়েছে স্পেন। পাঁচ দশকের বেশি সময় আগের ওই বন্যায় দেশটির দক্ষিণ–পূর্বাঞ্চলে অন্তত ১৫০ জনের মৃত্যু হয়েছিল।