গবেষণা

পানিতে তিমিরা ‘গান’ করে যেভাবে

হাম্পব্যাক তিমি
ছবি: রয়টার্স

সমুদ্রের কিছু বড় প্রজাতির তিমি যেভাবে অদ্ভুত ও জটিল গান তৈরি করে—সে রহস্য সমাধানের দাবি করেছেন ডেনমার্কের গবেষকেরা। তাঁরা হাম্পব্যাক ও বালিন প্রজাতির তিমি নিয়ে গবেষণা করেন।

তাঁদের দাবি, এ ধরনের তিমির শরীরে বিশেষ এক ধরনের ‘ভয়েস বক্স’ বা স্বর তৈরির স্থান থাকে। তিমি এই স্বরযন্ত্র বা ভয়েস বক্সের মাধ্যমে পানির নিচে গানের মতো শব্দ তৈরি করে। এই শব্দ দিয়ে তিমি সঙ্গীর সঙ্গে যোগাযোগ করে।

গবেষণাসংক্রান্ত নিবন্ধটি প্রকাশিত হয়েছে নেচার সাময়িকীতে। ওই নিবন্ধে গবেষকেরা দাবি করেছেন, সমুদ্রে চলাচলকারী জাহাজ যে শব্দ তৈরি করে, তা সামুদ্রিক এসব বড় তিমির যোগাযোগপ্রক্রিয়াকে ব্যাহত করে।

তিমির টিকে থাকার জন্য শব্দ খুবই গুরুত্বপূর্ণ। কারণ, এই শব্দ ব্যবহার করেই তারা সমুদ্রে সঙ্গী খুঁজে বের করে।
গবেষক দলের প্রধান সাউদার্ন ডেনমার্ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কোয়েন ইলিম্যানস

গবেষকদের মতে, তিমির গানের যে তরঙ্গদৈর্ঘ্য থাকে, তা খুবই স্বল্প। এটি অনেক সময় জাহাজের তরঙ্গদৈর্ঘ্যের সঙ্গে মিলে যায়।

গবেষক দলের প্রধান সাউদার্ন ডেনমার্ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কোয়েন ইলিম্যানস বলেন, তিমির টিকে থাকার জন্য শব্দ খুবই গুরুত্বপূর্ণ। কারণ, এই শব্দ ব্যবহার করেই তারা সমুদ্রে সঙ্গী খুঁজে বের করে।

অধ্যাপক কোয়েন আরও বলেন, এই গ্রহে বসবাসকারী রহস্যময় প্রাণীদের একটি হচ্ছে তিমি। তারা অত্যন্ত স্মার্ট ও অতিমাত্রায় সামাজিক প্রাণী।

নীল, হাম্পব্যাক, ধূসর তিমির মতো ১৪ প্রজাতির তিমির মধ্যে বালিন একটি। এ তিমির দাঁতের পরিবর্তে বালিন নামের একধরনের থালা থাকে। এটি ব্যবহার করে পানি থেকে ছোট প্রাণীর বিশাল বহরকে খেতে পারে তারা। কিন্তু এত দিন এই তিমি কীভাবে রহস্যময় গান গাইত, তা বের করা সম্ভব হয়নি। গবেষক ইলিম্যানস দাবি করেন, তিমির গান গাওয়ার বিষয়টি বের করা তাঁদের জন্য দারুণ রোমাঞ্চকর ছিল।

নীল, হাম্পব্যাক, ধূসর তিমির মতো ১৪ প্রজাতির তিমির মধ্যে বালিন একটি। এ তিমির দাঁতের পরিবর্তে বালিন নামের একধরনের থালা থাকে।

গবেষক ইলিম্যানসের নেতৃত্বে এক দল গবেষক মৃত তিমির স্বরযন্ত্র বা ভয়েস বক্স আলাদা করেন। তা নিয়ে গবেষণা করেন তাঁরা।

গবেষকেরা বলেন, মানুষের ক্ষেত্রে কণ্ঠনালির মধ্যে বাতাস থেকে যে কম্পন তৈরি হয়, তা থেকে স্বর আসে। কিন্তু তিমির ক্ষেত্রে স্বরযন্ত্রের ওপরে ইংরেজি ইউ অক্ষরের মতো একটি চর্বির স্তর থাকে। এই গঠনের কারণে বায়ু পুনর্ব্যবহার করে গান গাইতে পারে তিমি। এতে স্বরযন্ত্রে পানিও ঢুকতে পারে না।