চার্লস রাজা হলেও ক্যামিলা কেন রানি নন

ব্রিটেনের নতুন রাজা তৃতীয় চার্লস ও তাঁর স্ত্রী ক্যামিলা
ফাইল ছবি: রয়টার্স

‘এক যে ছিল রাজা, তাঁর ছিল এক রানি’—ছেলেবেলার রূপকথার গল্পগুলোর শুরুটা হতো এভাবে। রাজার স্ত্রী হবেন রাজ্যের রানি—বাস্তবেও এটি একটি প্রথা। তবে ব্রিটেনের ক্ষেত্রে বিষয়টি যেন ব্যতিক্রম। দেশটিতে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর নতুন রাজা হয়েছেন তাঁর বড় ছেলে তৃতীয় চার্লস। কিন্তু তাঁর স্ত্রী ক্যামিলা রানি হচ্ছেন না। তাঁকে বলা হচ্ছে ‘কুইন কনসর্ট’।

রাজার স্ত্রী হয়েও কেন ক্যামিলা রানির খেতাব পাচ্ছেন না, কেনই বা তাঁকে বলা হচ্ছে কুইন কনসর্ট—প্রশ্নগুলোর জবাব খোঁজা হয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট ও ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে।

কুইন কনসর্ট কী

ব্রিটেনে রানি কে হবেন, তা ঠিক হয় উত্তরাধিকার সূত্রে। অর্থাৎ রানি হবেন তিনিই, যিনি পূর্বসূরির কাছ থেকে উত্তরাধিকার বলে এই খেতাব পাবেন। তাঁর মর্যাদা, কর্মকাণ্ড আর দায়িত্বগুলোও হবে একজন রাজার মতোই। যেমনটি ছিলেন সদ্য প্রয়াত দ্বিতীয় এলিজাবেথ। তিনি রাজসিংহাসনে বসেছিলেন বাবার উত্তরাধিকার সূত্রে।

অপর দিকে রাজাকে যিনি বিয়ে করবেন, তাঁকে বলা হবে কুইন কনসর্ট। যেটা বলা হচ্ছে ক্যামিলাকে। তিনি কখনোই রাজসিংহাসনে বসতে পারবেন না। কারণ, তৃতীয় চার্লসকে বিয়ের মধ্য দিয়ে রাজপরিবারের সদস্য হয়েছেন তিনি।

ব্রিটেনের রাজপরিবারের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, সাধারণত কুইন কনসর্টকে রাজার সঙ্গেই মুকুট পরিয়ে দেওয়া হয়। তবে ওই অনুষ্ঠান অতটাও জমকালো হয় না। কুইন কনসর্ট সরকারের কোনো আনুষ্ঠানিক পদে থাকেন না। রাষ্ট্রীয় কোনো নথিপত্র দেখার ক্ষমতাও তাঁর নেই। একজন কুইন কনসর্টের মূল দায়িত্ব হলো রাজার পাশে থাকা এবং বিভিন্ন বিষয়ে তাঁকে সমর্থন জোগানো।

ব্রিটেনে রানি কে হবেন, তা ঠিক হয় উত্তরাধিকার সূত্রে। অর্থাৎ রানি হবেন তিনিই, যিনি পূর্বসূরির কাছ থেকে উত্তরাধিকার বলে এই খেতাব পাবেন। তাঁর মর্যাদা, কর্মকাণ্ড আর দায়িত্বগুলোও হবে একজন রাজার মতোই। যেমনটি ছিলেন সদ্য প্রয়াত দ্বিতীয় এলিজাবেথ। তিনি রাজসিংহাসনে বসার ক্ষমতা পেয়েছিলেন বাবার কাছ থেকে।

রাজপরিবারের ওয়েবসাইট বলছে, রাজা চার্লসের সঙ্গে বিয়ের পর থেকে ক্যামিলা ৯০টির বেশি দাতব্য প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন। এই প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্য, শিক্ষার প্রসার, শিল্পকলা, প্রাণী কল্যাণ এবং ধর্ষণ ও যৌন নিপীড়নের শিকার নারীদের জন্য কাজ করছে।

চার্লসের গোলমেলে বিয়ে

গাড়ি দুর্ঘটনায় প্রিন্সেস ডায়ানার মৃত্যুর ঘটনা সবার কমবেশি মনে আছে। ১৯৯৭ সালের ওই ঘটনা সে সময় বিশ্বকে বেশ নাড়া দিয়েছিল। প্রিন্সেস অব ওয়েলস ডায়ানা ছিলেন তৃতীয় চার্লসের প্রথম স্ত্রী। তবে ডায়ানাকে বিয়ের আগে, এমনকি তাঁর সঙ্গে সংসার করার সময়ও ক্যামিলার প্রেমে মজে ছিলেন চার্লস। একপর্যায়ে ডায়ানার সঙ্গে চার্লসের বিচ্ছেদ হয়।

ওই বিচ্ছেদের জন্য অনেকেই দায়ী করেন ক্যামিলার সঙ্গে চার্লসের প্রেমের সম্পর্ককে। ক্যামিলাকে ঘিরে যে সংসারে অশান্তি চলছিল, তার ইঙ্গিত দিয়েছিলেন ডায়ানাও। ১৯৯৫ সালে এক সাক্ষাৎকারে ক্যামিলাকে ‘রটওয়েলার’ (এক প্রজাতির কুকুর) আখ্যায়িত করেন তিনি। ক্যামিলার বিষয়ে ইঙ্গিত করে ডায়ানা বলেছিলেন, ‘(চার্লসের সঙ্গে) বিয়েতে আমরা তিনজন ছিলাম। তাই বলা যায়, এটি একটু গোলমেলে ছিল।’

চার্লসের সঙ্গে ডায়ানার বিচ্ছেদ ও ১৯৯৭ সালে তাঁর মৃত্যুর পর ক্যামিলার বিরুদ্ধে জনরোষ বাড়তে থাকে। সে সময় ব্রিটেনের মাত্র ৭ শতাংশ মানুষ মনে করতেন, ক্যামিলা রানি হওয়ার যোগ্য। পরে ২০০৫ সালে এসে ক্যামিলাকে বিয়ে করেন চার্লস। এ সময় তাঁর খেতাব কী হবে, তা নিয়ে বিতর্ক দেখা দেয়।

চার্লসের স্ত্রী থাকাকালে ডায়ানার উপাধি ছিল প্রিন্সেস অব ওয়েলস; প্রিন্স অব ওয়েলস ছিলেন চার্লস। চার্লসের আরেকটি উপাধি ছিল ডিউক অব কর্নওয়াল। তাঁকে বিয়ে করার পর ডাচেস অব কর্নওয়াল উপাধি নেন ক্যামিলা। ক্যামিলাকে ঘিরে জন অসন্তোষ তৈরি হতে পারে বলে উদ্বেগ থেকে সে বছরই প্রিন্স অব ওয়েলসের বাসভবন থেকে ঘোষণা দেওয়া হয়, চার্লস যখন সিংহাসনে বসবেন, তখন ক্যামিলার উপাধি হবে প্রিন্সেস কনসর্ট।

প্রিন্সেস থেকে কুইন কনসর্ট

২০১০ সালে সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে চার্লসকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি সিংহাসনে বসার পর ক্যামিলা রানি হবেন কি না। জবাবে চার্লস বলেছিলেন, ‘ভালো কথা...সময় এলেই এটা আমরা দেখতে পাব, পাব না? এটা হতে পারে।’

এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে রানি দ্বিতীয় এলিজাবেথ ঘোষণা দেন, এটা তাঁর ‘আন্তরিক ইচ্ছা’ প্রিন্স চার্লস যখন রাজা হবেন, তখন ডাচেস অব কর্নওয়ালের পরিচয় হবে কুইন কনসর্ট, আগের সিদ্ধান্ত অনুযায়ী প্রিন্সেস কনসর্ট নয়।

এলিজাবেথ বলেন, ‘যখন সময় পূর্ণ হবে, আমার ছেলে চার্লস রাজা হবেন। আমি জানি, আপনারা আমাকে যতটা সমর্থন দিয়েছেন, তাঁকে ও তাঁর স্ত্রী ক্যামিলাকেও সমান সমর্থন দেবেন। আর এটা আমার আন্তরিক ইচ্ছা যে যখন সময় আসবে, ক্যামিলা কুইন কনসর্ট হিসেবে পরিচিত হবেন।’