পোল্যান্ডে তৈরি ১০০টি রোসোমাক সাঁজোয়া যান কিনছে ইউক্রেন। পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি গতকাল শনিবার এ তথ্য জানিয়েছেন।
মোরাউইকি গতকাল পোল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় শহর সিমিয়ানোভিচ স্লাস্কিতে অবস্থিত রোসোমাক সাঁজোয়া যান তৈরির কারখানা পরিদর্শন করেন। সেখানে তিনি বলেন, ইউক্রেনের প্রধানমন্ত্রী ড্যানিস শিমহাল ১০০টি রোসোমাক সাঁজোয়া যানের ক্রয়াদেশ দিয়েছেন। এ সাঁজোয়া যান এখানেই তৈরি হবে।
রোসোমাক বহুমুখী সাঁজোয়া যান। ফিনল্যান্ডের কোম্পানি প্যাট্রিয়ার লাইসেন্সের আওতায় পোল্যান্ডে এ সাঁজোয়া যান তৈরি করা হয়।
পোল্যান্ডের প্রধানমন্ত্রী মোরাউইকি জানান, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া অর্থ দিয়ে এ সাঁজোয়া যানের মূল্য পরিশোধ করা হবে।
চুক্তিটির বিষয়ে বিস্তারিত তথ্য জানাননি মোরাউইকি। এ ছাড়া এ সাঁজোয়া যানগুলো মোট কত অর্থে বিক্রি হচ্ছে, সে সম্পর্কেও তিনি কিছু বলেননি।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এ হামলা শুরুর পর কিয়েভকে অর্থ ও অস্ত্রসহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ ইউক্রেনের পশ্চিমা মিত্ররা।