প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে কেনসিংটন প্রাসাদ। ছবিতে কেটের সঙ্গে তাঁর তিন সন্তানও রয়েছে। তবে ছবিটি নিয়ে তুমুল বিতর্ক ছড়িয়ে পড়েছে।
বিতর্ক এতটাই ডালপালা মেলেছে যে চারটি শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ছবিটি প্রকাশ করার পরও তা সরিয়ে নিয়েছে। সংবাদমাধ্যমগুলো বলছে, এ ছবি তাদের সম্পাদকীয় নীতির সঙ্গে যায় না। প্রকাশ–পরবর্তী যাচাইয়ে বিষয়টি নজরে আসায় ওই ছবি সরিয়ে নেওয়া হয়েছে।
তিন সন্তান প্রিন্স জর্জ, প্রিন্স লুইস, প্রিন্সেস শার্লটসহ কেটের ওই ছবি গত রোববার কেনসিংটন প্রাসাদ প্রকাশ করে। প্রিন্স অ্যান্ড প্রিন্সেস অব ওয়েলসের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে ছবিটি আপলোড করা হয়েছে। গত সপ্তাহে ছবিটি কেটের স্বামী প্রিন্স অব ওয়েলস উইলিয়াম তুলেছেন।
ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে তাতে মা দিবসের শুভেচ্ছা জানানো হয়েছে। সেই সঙ্গে গত দুই সপ্তাহে পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন কেট।
গত জানুয়ারিতে কেটের তলপেটে অস্ত্রোপচার হয়। এরপর এবারই কেটের প্রথম কোনো ছবি প্রকাশ করা হয়েছে। গত বড়দিনের পর কেটকে প্রকাশ্যে রাজকীয় কাজে দেখা যায়নি। তাই কেটের স্বাস্থ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুজব ডালপালা মেলে।
রাজপরিবারের পক্ষ থেকে কোনো বার্তা–ছবি প্রকাশ করা হলে তা গুরুত্বসহকারে প্রকাশ করে সংবাদমাধ্যমগুলো। এই ছবির ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। তবে দিনের পরবর্তী ভাগে এসে ছবিটি সরিয়ে নেয় সংবাদ সংস্থা গেটি ইমেজেস, রয়টার্স, এএফপি ও এপি।
এ বিষয়ে রয়টার্সের ছবি সম্পাদক জানান, ছবিটিতে কেটের মেয়ে শার্লট যে সোয়েটার পরেছিল, সেটার হাতা ‘যথাযথ’ ছিল না। ছবিতে অযাচিতভাবে কিছু একটা কারসাজি করা হয়েছে। তাই সেটা সরিয়ে নিয়েছে রয়টার্স।
কে, কখন, কেনইবা ছবিতে কারসাজি করেছেন, তাৎক্ষিণকভাবে সেটা খুঁজে বের করতে পারেনি রয়টার্স। এমনকি বিতর্ক ডালপালা মেললেও কেনসিংটন প্রাসাদের পক্ষ থেকে এ বিষয়ে কিছুই বলা হয়নি।
অতিরিক্ত সম্পাদনা করা ছবি প্রকাশ করা থেকে বিরত থাকে শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলো। এ নিয়ে তাদের নিজ নিজ সম্পাদকীয় নীতি রয়েছে।
এএফপি, এপি ও গেটির কাছে এ বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে জানতে চাওয়া হলেও সাড়া মিলেনি। এক বিবৃতিতে রয়টার্স জানিয়েছে, প্রকাশ–পরবর্তী মূল্যায়নে ছবির অসংগতি ধরা পড়ায় তা সরিয়ে নেওয়া হয়েছে। সংবাদমাধ্যমটির মুখপাত্র বলেন, ‘আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি।’