রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বড় শহরগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে এসব শহরে বিদ্যুৎ ও পানির সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা। খবর বিবিসির।
কিয়েভে কমপক্ষে দুটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একজন বাসিন্দা বিবিসিকে বলেন, তাঁর এলাকা এখনো বিদ্যুৎ–বিচ্ছিন্ন রয়েছে।
উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
রাশিয়ার সঙ্গে যুক্ত করা ক্রিমিয়ায় রুশ নৌবাহিনীর কৃষ্ণসাগর বহরে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ করে আসছে মস্কো। এরপর ইউক্রেনে এসব হামলার ঘটনা ঘটল।
আজ সোমবার মধ্য ইউক্রেনের ভিনিৎসিয়া অঞ্চলেও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে খবর পাওয়া গেছে। পাশাপাশি দক্ষিণ-পূর্বাঞ্চলের নিপ্রোপেত্রোভস্ক ও জাপোরিঝঝিয়ায় এবং পশ্চিমে লিভিভ শহরেও হামলা হয়েছে।
ইউক্রেনিয়ান টিভিকে দেশটির বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইহনাত বলেন, হামলা চালাতে নিজেদের কৌশলগত বোমারু বিমান ব্যবহার করেছে রাশিয়া।
গত শনিবার বন্দরনগরী সেভাস্তোপোলে ড্রোন হামলায় রাশিয়ার একটি যুদ্ধ জাহাজ ক্ষতিগ্রস্ত হয় বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। ক্রিমিয়ায় এই হামলা চালানো ইউক্রেনীয় সেনাদের ব্রিটিশ বিশেষজ্ঞরা প্রশিক্ষণ দিয়েছেন বলেও অভিযোগ করেছে মন্ত্রণালয়।
অবশ্য দাবির সপক্ষে কোনো তথ্য-প্রমাণ দেয়নি মস্কো। এ বিষয়ে ইউক্রেন কোনো মন্তব্য করেনি। তবে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রাশিয়া ‘ভুয়া দাবিকে মহাকাব্যিক স্তরে নিয়ে যাচ্ছে’।