ইতালীয় নারী আমব্রা কোলিনা। তাঁর জিব অন্য আর দশজনের মতো নয়; অনেকটাই আলাদা। ব্যতিক্রমী বৈশিষ্ট্যের এ জিবের অধিকারী হওয়ায় ইতিমধ্যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছেন তিনি।
৩৭ বছর বয়সী আমব্রা কোলিনার জিব বেশ খানিকটা পুরু। এটির পুরুত্ব একটি টেবিল টেনিস বলের পরিধিকেও হার মানায়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষকে দেওয়া সাক্ষাৎকারে কোলিনা বলেন, একসময় দীর্ঘ জিবের পুরুষ হিসেবেবিশ্ব রেকর্ড করা দান্তে বার্নেসের ছবি দেখে তিনি অনুপ্রেরণা পেয়েছিলেন। আর এরপরই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানোর বিষয়টি মাথায় আসে। এর জন্য চেষ্টা শুরু করেন। একসময় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তালিকায় অন্তর্ভুক্ত হতে আবেদন করেন।
আবেদন করার পর শুরু হয় মাপজোখ। কোলিনা আসলেই বিশ্ব রেকর্ড করেছেন কি না, নিশ্চিত হতে তাঁর জিব তিনবার পরিমাপ করেন চিকিৎসকেরা। তিনবারের পরিমাপ গড় করে এর যে পুরুত্ব পাওয়া গেছে, সেটাই চূড়ান্ত করা হয়। সে অনুযায়ী তাঁর জিব ৫ দশমিক ৪৪ ইঞ্চি পুরু। এ মাপকেই স্বীকৃতি দিয়েছে ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ।
কোলিনার আগে সবচেয়ে পুরু জিবের নারীর রেকর্ডটি ছিল জেনি ডু ভান্ডারের দখলে। তাঁর জিব ছিল ৫ দশমিক ২১ ইঞ্চি পুরু। জেনি ডু নামের ওই নারী যুক্তরাষ্ট্রের ওরেগনের বাসিন্দা। এবার তাঁরই রেকর্ড ভেঙেছেন কোলিনা।
এ তো গেল পুরু জিবের অধিকারী নারীদের কথা। পুরু জিবের পুরুষেরাও আলাদা করে বিশ্ব রেকর্ডে নাম লিখিয়েছেন। সবচেয়ে পুরু জিবের পুরুষের রেকর্ড বর্তমানে বেলজিয়ামের নাগরিক সাচা ফেইনারের দখলে। তাঁর জিব ৬ দশমিক ৬৯ ইঞ্চি পুরু। অর্থাৎ ফেইনারের জিব কোলিনার চেয়ে ১ ইঞ্চির বেশি পুরু।