পূর্ব ইউক্রেনের আরও দুটি গ্রাম দখলে নেওয়ার দাবি করেছে রাশিয়া
পূর্ব ইউক্রেনের আরও দুটি গ্রাম দখলে নেওয়ার দাবি করেছে রাশিয়া

ইউক্রেনের আরও দুই গ্রাম দখলে নেওয়ার দাবি রাশিয়ার

ইউক্রেনের পূর্বাঞ্চলের দুটি গ্রাম দখলে নেওয়ার দাবি করেছে রাশিয়া। এর মধ্য দিয়ে প্রায় তিন বছর ধরে চলা যুদ্ধে ইউক্রেনের আরও ভূখণ্ড নিজদের দখলে নিল রুশ সামরিক বাহিনী।

আজ রোববার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানিয়েছে, তাদের সেনারা ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলের খারকিভ অঞ্চলের লোজোভা ও ক্রাসনোয়ি (ইউক্রেনে সোনৎসিভকা নামে পরিচিত) গ্রাম ‘স্বাধীন’ করেছেন।

ক্রাসনোইয়ে গ্রামটি গুরুত্বপূর্ণ খুরাখোভ শহরের কাছাকাছি অবস্থিত। শহরটির প্রায় পুরোটাই ঘেরাও করে রেখেছেন রুশ সেনারা। পূর্ব ইউক্রেনে দোনেৎস্ক অঞ্চলের পুরোটাই দখল করতে চাইছে মস্কো। এর আগে খুরাখোভ দখলে নিতে পারলে তাদের জন্য বড় সুবিধা হবে।

ইউক্রেনের পূর্বাঞ্চলের যুদ্ধক্ষেত্রে অগ্রগতি পাওয়ার জন্য সাম্প্রতিক মাসগুলোতে তৎপরতা বাড়িয়েছে রাশিয়া। আগামী জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার আগে যতটা সম্ভব ইউক্রেনের ভূখণ্ড দখলে নিতে চাইছে তারা।

ইউক্রেন যুদ্ধ দ্রুত বন্ধের জন্য প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প। তবে যুদ্ধবিরতি বা শান্তিচুক্তির জন্য স্পষ্ট কোনো শর্ত তুলে ধরেননি তিনি।