সাগর-রুনি হত‌্যাকাণ্ডের বিচারের দাবিতে লন্ড‌নে সাংবা‌দিক‌দের কর্মবির‌তি

সাগর-রুনি হত‌্যাকাণ্ডের বিচারের দাবিতে লন্ড‌নের আলতাব আলী পার্কে প্রতী‌কী কর্মবিরতি পালন ক‌রেন সাংবাদিকেরা
ছবি: প্রথম আলো

সাংবা‌দিক দম্প‌তি সাগর-রুনি হত‌্যাকাণ্ডের ১১ বছ‌র পার হলেও এখনো পর্যন্ত তদন্তে কোনো অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন লন্ডনে বিভিন্ন বাংলা গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা। আলোচিত এ হত্যাকাণ্ডের দাবিতে লন্ডনের আলতাব আলী পার্কে প্রতী‌কী কর্মবিরতি পালন ক‌রে‌ছেন তাঁরা। মঙ্গলবার ইউকে-বাংলা প্রেসক্লা‌বের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে অতিসত্বর ঘটনার তদন্ত প্রতিবেদন দেওয়ার দাবি জানান বক্তারা। পাশাপাশি হত্যাকারীদের আইনের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা। বক্তারা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তরফে ১১ বছরে ৯৫ বারেও তদন্ত প্রতিবেদন না দিতে পারার ব্যর্থতা দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অক্ষমতা প্রমাণ করে।

কর্মসূচিতে ইউকে–বাংলা প্রেসক্লাবের সভাপ‌তি রেজা আহমদ ফয়সল চৌধুরী সভাপ‌তি‌ত্ব করেন। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলা‌মের প‌রিচালনায় সাংবা‌দিক‌দের ম‌ধ্যে বক্তব‌্য দেন কে এম আবু তাহের চৌধুরী, মুনজের আহমদ চৌধুরী, মাহবুবুল করিম, আবদুল কাদির চৌধুরী, আবদুল বাসিত চৌধুরী, আজিজুল আম্বিয়া, আমিনুল ইসলাম, মুসলিম খান, শামছুর রহমান, আমিনুল ইসলাম প্রমুখ।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও তাঁর স্ত্রী মেহেরুন রুনি। বহুল আলোচিত এ খুনের মামলা তদন্ত করছে র‍্যাব। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য ৯৫ বার আদালতের কাছে সময় নিয়েছে র‍্যাব।