ইউক্রেনের একজন সেনা ড্রোনের পরীক্ষা চালাচ্ছেন। গত নভেম্বরে দেশটির বাখমুতে তোলা
ইউক্রেনের একজন সেনা ড্রোনের পরীক্ষা চালাচ্ছেন। গত নভেম্বরে দেশটির বাখমুতে তোলা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

ইউক্রেনের ১০ হাজার ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার

ইউক্রেনে গত বছর বিশেষ সামরিক অভিযান শুরুর পর দেশটির ১০ হাজারের বেশি ড্রোন ধ্বংস করা হয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল সোমবার এক বিবৃতিতে এ দাবি করেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, অভিযান শুরুর পর থেকে ইউক্রেনের ৫৫৮টি বিমান, ২৬১টি হেলিকপ্টার, ১০ হাজার ৪০টি ড্রোন, ৪৪২টি বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, ১৪ হাজার ২৯৯টি ট্যাংক ও সাঁজোয়া যান, ১ হাজার ১৮৯টি রকেট লঞ্চার, ৭ হাজার ৪৭৯টি কামানের গোলা ও মর্টার এবং ১৬ হাজার ৬৬০ ইউনিট বিশেষ ট্যাকটিক্যাল যান ধ্বংস করা হয়েছে।

ড্রোন হামলায় নিহত ৬

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসনে গত রোববার রাশিয়ার হামলায় পাঁচ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ইউক্রেনের কর্মকর্তারা এমন দাবি করেছেন। পূর্বাঞ্চলীয় শহর হরলিভকাতে রাশিয়ার মোতায়েন করা কর্মকর্তারা বলেছেন, কিয়েভে হামলায় একজন নিহত হয়েছেন।