উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাজ্য থেকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ বন্ধ করতে আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ার ৪৮ জন রাজনীতিবিদ। সংসদ সদস্য ও সিনেটরদের লেখা এক খোলা চিঠিতে অস্ট্রেলিয়ার কৌশলগত মিত্র যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলা হয়েছে, জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে নেওয়া হলে বিপজ্জনক একটি নজির স্থাপন করা হবে।
বিভিন্ন দলের রাজনীতিবিদদের সই করা ওই চিঠিতে মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গ্যারল্যান্ডকে অ্যাসাঞ্জকে প্রত্যর্পণের পদক্ষেপ বন্ধ করতে বলা হয়েছে।
যে ৪৮ জন রাজনীতিবিদ ওই চিঠিতে সই করেছেন তাঁর মধ্যে ১৩ জন বর্তমান ক্ষমতাসীন লেবার পার্টির। চিঠিতে সতর্ক করে আরও বলা হয়েছে, জুলিয়ান অ্যাসাঞ্জকে প্রত্যর্পণের বিষয়টি গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে বিপজ্জনক নজির গড়বে ও যুক্তরাষ্ট্রের সম্মানের ক্ষতি হবে।
জুলিয়ান অ্যাসাঞ্জ অস্ট্রেলীয় নাগরিক। বর্তমানে তিনি লন্ডনের বেলমার্শ কারাগারে আটক রয়েছেন। অ্যাসাঞ্জকে অতিগোপনীয় নথি ফাঁস করে দেওয়ার অভিযোগে মার্কিন গুপ্তচরবৃত্তি আইনে অভিযুক্ত করা হয়েছে।
অ্যাসাঞ্জের বিরুদ্ধে করা মামলাটি আফগানিস্তান ও ইরাক যুদ্ধসংশ্লিষ্ট কয়েক হাজার ফাঁস হওয়া নথি এবং বিশ্বের বিভিন্ন কূটনৈতিক তারবার্তা প্রকাশের (যা গার্ডিয়ান এবং অন্যান্য মিডিয়া সংস্থার সঙ্গে কাজ করে উইকিলিকস প্রকাশ করেছিল) সঙ্গে সম্পর্কিত।
উইকিলিকসের এই নথিগুলো যুক্তরাষ্ট্র এবং অন্যান্য সরকারের ভয়ংকর কুকর্ম প্রকাশ করেছে, যা হয়তো উইকিলিকস প্রকাশ না করলে অন্য কোনোভাবে তা কোনো দিন প্রকাশ পেত না।
গতকাল মঙ্গলবার ওই খোলা চিঠি প্রকাশিত হয়। এতে লেবার, কোয়ালিশন, গ্রিনস ও অন্যান্য দলের রাজনীতিবিদেরা গারল্যান্ডকে প্রত্যর্পণের প্রক্রিয়া বাদ দিয়ে অ্যাসাঞ্জকে দেশে ফেরার অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করেন। চিঠিতে বলা হয়, মতপ্রকাশের স্বাধীনতা ও আইনের শাসনের ক্ষেত্রে বিশ্বনেতা হিসেবে এটি যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর হবে।