বাসা বা অফিস, কাচের জানালা পরিষ্কার করা একটি ঝক্কির কাজ বটে। অথচ এই ঝক্কির কাজটি সহজ বানিয়ে ফেলেছেন অ্যালিসিয়া বুরোস। চটজলদি জানালা পরিষ্কার করার বিচিত্র এক দক্ষতা রয়েছে তাঁর। সময়টা শুনলে চোখ কপালে উঠবে যে কারও। অ্যালিসিয়া একটি কাচের জানালা পরিষ্কার করতে ৫ সেকেন্ডের কম সময় নেন।
অ্যালিসিয়ার বয়স ৩৩ বছর। বাড়ি যুক্তরাজ্যে। দ্রুততম সময়ে কাচের জানালা পরিষ্কার করতে পারায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠেছে তাঁর। অ্যালিসিয়ার বাবারও এমন একটি রেকর্ড আছে।
বিচিত্র এই দক্ষতার খবর জানিয়ে নিজেদের ওয়েবসাইটে একটি প্রতিবেদন প্রকাশ করেছে গিনেস কর্তৃপক্ষ। তাতে বলা হয়েছে, অ্যালিসিয়া কাচের তৈরি তিনটি জানালা পরিষ্কার করতে মোট ১৬ দশমিক ১৩ সেকেন্ড সময় নিয়েছেন। তাঁর আগে আর কেউ এত কম সময়ে জানালা পরিষ্কার করতে পারেননি।
ম্যানচেস্টার ক্লিনিং শোতে অংশ নিয়ে গত ১৩ মার্চ অ্যালিসিয়া যে তিনটি জানালা পরিষ্কার করেছেন, তার একেকটি দৈর্ঘ্যে-প্রস্থে ৪৫ ইঞ্চি করে। ১৬ সেকেন্ডের কিছু বেশি সময়ে তিনটি জানালা পরিষ্কার করে নারীদের মধ্যে সবচেয়ে দ্রুত জানালা পরিষ্কার করার রেকর্ড নিজের করে নিয়েছেন অ্যালিসিয়া।
জানালা পরিষ্কার করা অ্যালিসিয়ার পেশা নয়। তবে বিশেষ এই দক্ষতা তাঁর রক্তে মিশে আছে। অ্যালিসিয়ার বাবা টেরি ‘টারবো’ বুরোস পেশাগতভাবে এ কাজ করতেন। ২০০৯ সালে মাত্র ৯ দশমিক ১৪ সেকেন্ডে জানালা পরিষ্কার করে পুরুষদের মধ্যে এ রেকর্ড করেছিলেন তিনি।
গিনেস কর্তৃপক্ষকে অ্যালিসিয়া বলেন, শৈশব থেকে এই কাজ খুব মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করেছেন তিনি। কাজটি করেছেনও। ধীরে ধীরে এই কাজে দক্ষ হয়ে ওঠেন। তবে বাবার মতো পেশা হিসেবে নেননি।
অ্যালিসিয়া জানান, ছোটবেলায় একবার বাবার হাত ধরে লন্ডনে গিয়েছিলেন তিনি। সেখানে বাবাকে জানালা পরিষ্কার করার কাজ করতে দেখেছিলেন। এরপর তিনিও এ কাজ করা শুরু করেন। এ–সংক্রান্ত প্রতিযোগিতায় নাম লেখান।