রাশিয়ার ৪৫ জন কূটনীতিক ও দূতাবাসকর্মীকে মলদোভা ত্যাগের নির্দেশ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
মলদোভার কর্মকর্তারা গতকাল বুধবার এই তথ্য জানান। তাঁরা বলেন, অবন্ধুসুলভ নানা কর্মকাণ্ডের কারণে এই রুশ কূটনীতিক ও দূতাবাসকর্মীদের ব্যাপারে এমন পদক্ষেপ নিয়েছে কিশিনাউ।
মলদোভা পূর্ব ইউরোপীয় দেশ। সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র মলদোভার সঙ্গে রাশিয়ার উত্তেজনাপূর্ণ সম্পর্ক চলছে। এর মধ্যে ৪৫ রুশ কূটনীতিক-দূতাবাসকর্মীকে বহিষ্কার করল মলদোভা।
মলদোভায় ক্ষমতায় রয়েছে ইউরোপীয় ইউনিয়নপন্থী সরকার। তারা ইউক্রেনে রুশ আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে।
মলদোভার বর্তমান সরকার উৎখাতে রাশিয়ার বিরুদ্ধে চক্রান্তের অভিযোগও এনেছে দেশটি।
চলতি সপ্তাহে মলদোভার দুটি গণমাধ্যমে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বলা হয়, মলদোভার রাজধানী কিশিনাউয়ে রুশ দূতাবাসসংলগ্ন একটি ভবনে থাকা ২৮টি অ্যানটেনা গুপ্তচরবৃত্তির জন্য ব্যবহার করা হতে পারে।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর জাহারভ এএফপিকে বলেছেন, আগামী ১৫ আগস্টের আগে ৪৫ রুশ কূটনীতিক ও দূতাবাসকর্মীকে মলদোভা থেকে চলে যেতে হবে।
মলদোভার এই সিদ্ধান্তের জেরে পাল্টা পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছে রাশিয়া।