রাশিয়ার ২০ ড্রোন ও ২ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি ইউক্রেনের

ইউক্রেনের রাজধানী কিয়েভে বুধবার দিবাগত রাতে হামলা চালানো হয়
ছবি: রয়টার্স

রাশিয়ার ২০টি ড্রোন ও ২টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। এসব ড্রোন ও ক্ষেত্রণাস্ত্র দিয়ে রাজধানী কিয়েভে গতকাল বুধবার দিবাগত রাতে হামলা চালানো হয়। হামলায় একজন নিহত ও অন্তত চারজন আহত হয়েছেন।

ইউক্রেনের বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইগনাত আজ বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে বলেন, ‘আমরা সফলভাবে হামলা মোকাবিলা করেছি।’ ভূপাতিত করা ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলো ইরানের তৈরি বলে দাবি করেন তিনি।

টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে বিমানবাহিনীও জানিয়েছে, কিয়েভ অঞ্চলে ইরানের ‘শহিদ’ ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছিল। সবগুলো ড্রোন ভূপাতিত করা হয়েছে। এ ছাড়া দুটি ক্যালিবার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল কিয়েভকে লক্ষ্য করে। সেগুলোও ভূপাতিত করা হয়েছে।

কিয়েভের পাঁচ ডিস্ট্রিক্টে হামলা চালানো হয়েছে উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, এর মধ্যে পোদিলস্কি ডিস্ট্রিক্ট থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যান্য ডিস্ট্রিক্টে অন্তত চারজন আহত হয়েছেন।