রাশিয়ার সদ্য প্রয়াত সরকারবিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির স্ত্রী ইউলিয়া এখন বিশ্বজুড়ে আলোচনায়। স্বামীর অসমাপ্ত কাজ এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। এ লক্ষ্যে তিনি কাজও শুরু করে দিয়েছেন।
গতকাল সোমবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন নাভালনায়া। সেখানে তিনি আগামী মার্চে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনকে স্বীকৃতি না দেওয়ার আহ্বান জানান।
ওই নির্বাচনে জিতলে আগামী ছয় বছরের জন্য রুশ প্রেসিডেন্ট নির্বাচিত হবেন ভ্লাদিমির পুতিন। বৈঠকে নাভালনায়া তাঁর স্বামীর মৃত্যুর জন্য পুতিনকে দায়ী করেন।
নাভালনির মৃত্যু নিয়ে পুতিন এখনো জনসমক্ষে কোনো মন্তব্য করেননি। তবে এ ঘটনায় ক্রেমলিন জড়িত থাকার কথা অস্বীকার করেছে। ক্রেমলিনের পক্ষ থেকে নাভালনায়ার বক্তব্যকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করা হয়েছে।
৪৭ বছর বয়সী নাভালনি গত শুক্রবার আর্কটিক অঞ্চলের একটি কারাগারে মারা যান। তিন বছরের বেশি সময় ধরে কারাগারে আটক ছিলেন তিনি। নাভালনির মৃত্যুর ঘটনা তাঁর সমর্থক ও পশ্চিমা নেতাদের মধ্যে ক্ষোভ ও নিন্দার জন্ম দিয়েছে।
রাশিয়ার কারাগারে মারা যাওয়া অ্যালেক্সি নাভালনির মরদেহ পেতে তাঁর পরিবারের আরও দুই সপ্তাহ অপেক্ষা করতে হতে পারে।
নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমিশ জানান, নাভালনির মাকে জানানো হয়েছে, মরদেহ পরীক্ষা-নিরীক্ষা (রাসায়নিক বিশ্লেষণ) করা হবে। এতে দুই সপ্তাহের মতো সময় লাগবে। নাভালনির মরদেহ কোথায় আছে, তা এখনো নিশ্চিত করেনি রুশ কর্তৃপক্ষ। নাভালনির স্ত্রীর দাবি, রাশিয়া তাঁর স্বামীর মরদেহ লুকিয়ে রেখেছে।