পশ্চিমা সামরিক জোট ন্যাটোর পরবর্তী মহাসচিব হচ্ছেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুত্তে। ন্যাটোর নেতৃত্বের প্রতিদ্বন্দ্বিতার দৌড়ে এগিয়ে থাকা রোমানিয়ার প্রেসিডেন্ট ক্লাউস ইওহানিস নিজের নাম প্রত্যাহার করায় জোটের পরবর্তী মহাসচিবের পদ নিশ্চিত হচ্ছে মার্ক রুত্তের।
রোমানিয়ার প্রেসিডেন্ট ক্লাউস ইওহানিসের কার্যালয় থেকে গতকাল বৃহস্পতিবার জানানো হয়েছে, ক্লাউস ইওহানিস গত সপ্তাহের শেষে সামরিক জোটকে জানিয়েছেন, তিনি তাঁর প্রতিদ্বন্দ্বিতা প্রত্যাহার করে নিচ্ছেন।
দুজনই ন্যাটোর বর্তমান মহাসচিব ইয়ানেস স্টলটেনবার্গের স্থলাভিষিক্ত হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। স্টলটেনবার্গের মেয়াদ আগামী অক্টোবরে শেষ হবে। মহাসচিব হওয়ার দৌড়ে মার্ক রুত্তে বর্তমানে একমাত্র প্রার্থী। তবে সদস্যরাষ্ট্রগুলো তাঁকে আনুষ্ঠানিকভাবে এখনো সমর্থন জানায়নি।
৫৭ বছর বয়সী মার্ক রুত্তে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ন্যাটোর প্রতিক্রিয়ার তত্ত্বাবধানের উত্তরাধিকারী হবেন।
গত গ্রীষ্মে জোট সরকারের পতনের কারণে রাজনীতি ছেড়ে দেওয়ার কথা বলেছিলেন রুত্তে। পরে অবসরের ঘোষণার কথা বলে ন্যাটোর শীর্ষ পদে বসার ইঙ্গিত দেন তিনি।
আগামী জুলাইয়ে ওয়াশিংটন ডিসিতে ন্যাটো শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা আছে।