ছিলেন কৌতুক অভিনেতা। এরপর হয়েছেন প্রেসিডেন্ট। সেই প্রেসিডেন্ট এখন ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদের গল্পে। বলা হচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কথা। এনডিটিভির খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট জেলেনস্কি ও তাঁর স্ত্রী ওলেনা জেলেনস্কা যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন ভোগের জন্য ছবি তুলেছেন।
এই ছবি তোলার জন্য ভোগের একটি দল গিয়েছিল ইউক্রেনের কিয়েভে। সেখানে সাক্ষাৎকার দিয়েছেন এই দম্পতি। যদিও ইন্টারনেট দুনিয়ায় এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কারণ, ইউক্রেনে এখন যুদ্ধ চলছে। এই যুদ্ধের মধ্যে ভোগের জন্য ছবি তোলা কতটা সমীচীন, তা নিয়ে প্রশ্ন উঠছে।
ভোগ ম্যাগাজিনে ব্যক্তিজীবনের গল্প উঠে এসেছে জেলেনস্কি দম্পতির। প্রায় দুই দশক আগে বিয়ে করেছেন তাঁরা। সেই গল্পও উঠে এসেছে ভোগে।
ভোগের ডিজিটাল ভার্সনের কাভার সামাজিক মাধ্যমে পোস্ট করা হয়েছে। এর ক্যাপশনে লেখা হয়েছে, ‘সাহসিকতার পোর্ট্রেট’। প্রচ্ছদে স্থান পেয়েছে জেলেনস্কার ছবি। তিনি বসে আছেন প্রেসিডেন্ট কার্যালয়ের সিঁড়িতে। কালো প্যান্ট ও সাদা টপস পরে বসে আছেন তিনি।
নিজেদের পরিচয়ের গল্প বলেছেন জেলেনস্কা। তিনি বলেছেন, ইউক্রেনের দক্ষিণ–পূর্বাঞ্চলে ক্রিভি রিহ শহরে তাঁদের পরিচয় হয়েছিল। তখন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হাইস্কুলে পড়তেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তাঁদের প্রেমের শুরু। ভোগ ম্যাগাজিনের পক্ষ থেকে বলা হয়েছে, জেলেনস্কা সম্পর্কে বিস্তারিত জানা যাবে অক্টোবর সংখ্যায়।
ভোগের এই ফটোশুটের ভিডিও প্রকাশ করা হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এতে দেখা যায়, ভোগের পুরো দল প্রেসিডেন্টের কার্যালয়ে লাইটিং করছে। ছবির জন্য পোজ দিচ্ছেন জেলেনস্কা।
ভোগের নতুন প্রচ্ছদ নিয়ে বিভিন্নজন বিভিন্ন কথা বলেছেন। অনেকেই এই ছবির প্রশংসা করেছেন। অনেকেই প্রচ্ছদের ছবিকে সুন্দর বলেছেন। কেউ কেউ বলছেন, এটি একটি শক্তিশালী ছবি। আবার যুদ্ধ চলাকালে এমন ফটোশুটে অংশ নেওয়ায় এর সমালোচনা করেছেন অনেকে।