৬ মে রাজা চার্লসের অভিষেক যেভাবে উদ্‌যাপিত হবে

রাজা তৃতীয় চার্লস
ছবি: রয়টার্স ফাইল ছবি

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের রাজ অভিষেক উদ্‌যাপনের তারিখ ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাজপ্রাসাদ বাকিংহাম প্যালেস থেকে ঘোষণা করা হয়েছে, আগামী বছরের ৬ মে (শনিবার) ওয়েস্টমিনস্টার অ্যাবেতে আনুষ্ঠানিকভাবে রাজাকে মুকুট পরানো হবে। খবর বিবিসির।

গত মাসে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তাঁর ছেলে তৃতীয় চার্লস রাজপরিবারের প্রথা অনুযায়ী ইতিমধ্যে রাজা হয়েছেন। তবে আগামী ৬ মে অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁর নতুন রাজত্বের প্রতীকী উদ্‌যাপন করা হবে।

এদিন বিভিন্ন আচার–অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজাকে পরম প্রতাপশালী হিসেবে অভিষিক্ত করা হবে। তাঁর মাথায় পরানো হবে মুকুট। ঐতিহাসিক এ অনুষ্ঠানে রাজা তৃতীয় চার্লসের পাশে থাকবেন তাঁর স্ত্রী কুইন কনসোর্ট ক্যামিলা। এ অনুষ্ঠানে তাঁকেও মুকুট পরানো হবে।

যুক্তরাজ্যে প্রায় ৭০ বছর পর প্রথমবারের মতো রাজ অভিষেক অনুষ্ঠান হচ্ছে। সর্বশেষ ১৯৫৩ সালের জুনে রানি দ্বিতীয় এলিজাবেথের অভিষেক হয়েছিল। এ ছাড়া ১৯০২ সালের পর শনিবার হওয়া প্রথম অভিষেক অনুষ্ঠান এটি। ওই বছরের এক শনিবারে রাজা সপ্তম এডওয়ার্ডের অভিষেক হয়েছিল।

বাকিংহাম প্যালেস আভাস দিয়েছে, অভিষেক অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে প্রাচীন ও আধুনিক—এ দুইয়ের সংমিশ্রণ থাকবে।

এদিন একই ধরনের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কুইন কনসোর্ট ক্যামিলাকে মুকুট পরানো হবে। তবে রাজার চেয়ে অপেক্ষাকৃত সাধাসিধেভাবে এ অনুষ্ঠান হবে।

আগামী বছর রাজ অভিষেক উদ্‌যাপনের সময় রাজা চার্লসের বয়স হবে ৭৪ বছর। রাজা হিসেবে অভিষেক হওয়ার বয়স বিচারে চার্লসের বয়স সবচেয়ে বেশি। আগামী ৬ মে চার্লসের নাতি এবং প্রিন্স হ্যারি ও মেগান দম্পতির ছেলে আর্চিরও চতুর্থ জন্মদিন।

ক্যান্টারবারির আর্চবিশপ অভিষেক অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করবেন। অনুষ্ঠানের দিনে ব্যাংকে অতিরিক্ত ছুটি ঘোষণা করা হবে নাকি ১ মে-এর পূর্বঘোষিত ছুটিটি সপ্তাহের শেষে নিয়ে যাওয়া হবে, তা নিশ্চিত হওয়া যায়নি।

রানি দ্বিতীয় এলিজাবেথের অভিষেক অনুষ্ঠান তিন ঘণ্টা স্থায়ী হয়েছিল। তবে রাজপ্রাসাদ সূত্র বলছে, আগামী বছরের অভিষেক অনুষ্ঠান অপেক্ষাকৃত সংক্ষিপ্ত এবং অনেক বেশি বৈচিত্র্যপূর্ণ হবে। এ অনুষ্ঠানে অতিথির সংখ্যাও হবে অনেক কম।

ব্রিটেনের রাজপরিবারের প্রথা অনুযায়ী রাজা বা রানির অভিষেকের পর তাঁরা চতুর্দশ শতাব্দীর রাজা এডওয়ার্ডের সময়কার সিংহাসনে বসেন। তাঁদের মাথায় সপ্তদশ শতাব্দীতে সেন্ট এডওয়ার্ডের মুকুটটি পরানো হয়।