শান্তি ছাড়া জলবায়ুনীতি অসম্ভব: জেলেনস্কি

মিসরে চলমান জলবায়ু সম্মেলনে মঙ্গলবার ভিডিও বার্তা দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
ছবি: এএফপি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তাঁর দেশে রুশ আগ্রাসন বিশ্বের সরকারগুলোকে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের প্রচেষ্টা থেকে মনোযোগ ভিন্নমুখী করেছে। খবর রয়টার্সের।

মিসরে চলমান জলবায়ু সম্মেলনে (কপ২৭) গতকাল মঙ্গলবার এক ভিডিও বার্তায় এসব কথা বলেন জেলেনস্কি।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘শান্তি ছাড়া কোনো কার্যকর জলবায়ুনীতি হতে পারে না।’

জেলেনস্কি তাঁর ভিডিও বার্তায় ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রভাব তুলে ধরেন। এ প্রসঙ্গে তিনি বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের সংকট, খাদ্যপণ্যের উচ্চ মূল্য ও ইউক্রেনের বনভূমি ধ্বংসের কথা উল্লেখ করেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার এই যুদ্ধ বিশ্বে একটি জ্বালানিসংকট তৈরি করেছে। এই সংকটের কারণে বিশ্বের কতিপয় দেশ কয়লাচালিত বিদ্যুৎ উৎপাদন আবার শুরু করতে বাধ্য হয়েছে।

জেলেনস্কি বলেন, এই যুদ্ধ বিশ্বে একটি তীব্র খাদ্যসংকট নিয়ে এসেছে। এই সংকট জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্তদের সবচেয়ে বেশি আঘাত করেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার যুদ্ধ ছয় মাসের কম সময়ে তাঁর দেশের ৫ মিলিয়ন একর বনভূমি ধ্বংস করেছে।

বাস্তবিক বদল না এনে জলবায়ু পরিবর্তন নিয়ে শুধু বড় বড় কথা বলার জন্য বিশ্বনেতাদের সমালোচনা করেন জেলেনস্কি। তবে তিনি কারও নাম উল্লেখ করেননি।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘এখনো এমন অনেকে আছেন, যাঁদের জন্য জলবায়ু পরিবর্তন শুধু আলংকারিক কথা বা বিপণন। বাস্তবের কিছু নয়।’

লোহিত সাগর উপকূলীয় মিসরের শার্ম এল-শেখ শহরে গত রোববার কপ২৭ সম্মেলন শুরু হয়েছে। সম্মেলন চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। সম্মেলনে প্রায় ১০০ সরকার ও রাষ্ট্রপ্রধান অংশ নিচ্ছেন।