জার্মানিতে বার্লিনের গণসুইমিং পুলে পুরুষদের পাশাপাশি নারীরাও টপলেস হয়ে একসঙ্গে সাঁতার কাটতে বা গোসল করতে পারবেন। গত বৃহস্পতিবার বার্লিন শহরের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ ঘোষণা দিয়ে বলেছেন, শিগগির সবাই এ সুবিধা পাবেন।
সম্প্রতি উন্মুক্ত সুইমিং পুলে এক নারী টপলেস হয়ে সূর্যস্নান করার সময় তাঁকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় ওই নারী সিনেটে ন্যায়পালের অফিসে অভিযোগ করেন। অভিযোগে তিনি দাবি করেন, পুরুষেরা পোশাক ছাড়া সাঁতার কাটতে পারলে নারীরা চাইলে টপলেস হয়ে কেন তা পারবেন না? সবার জন্য সমান সুযোগ থাকতে হবে। ওই নারীর পরিচয় প্রকাশ করা হয়নি। গত ডিসেম্বরে আরও এক নারী একই অভিযোগ করেছিলেন। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পুরুষদের পাশাপাশি নারীরাও টপলেস হয়ে সুইমিং পুলে সাঁতার কাটতে পারবেন বলে ঘোষণা দিয়েছেন।
বার্লিন কর্তৃপক্ষ সম্মত হয়েছেন, ওই নারীরা বৈষম্যের শিকার হয়েছেন। বার্লিনের পুলে সবাই এখন টপলেস হয়ে নামতে পারবেন।
বার্লিনের সুইমিং পুল পরিচালনাকারী সংস্থা দ্য বার্লিনার বেদারবেত্রিয়েব (বিবিবি) নির্দেশনা অনুযায়ী সুইমিং পুলে নামার ক্ষেত্রে পোশাকের বাধ্যবাধকতা পরিবর্তন কর হয়েছে।
বার্লিনের সুইমিং পুলে কবে থেকে নতুন এ নিয়ম চালু হবে, তা স্পষ্ট করে জানানো হয়নি। নতুন এ সিদ্ধান্তকে জার্মানির ফ্রিকোরপারকালচার স্বাগত জানাবে বলে আশা করা হচ্ছে।
ন্যায়পাল অফিসের প্রধান ডরিস লিবসার বলেন, ‘ন্যায়পাল অফিস বিবিবির সিদ্ধান্তকে স্বাগত জানায়। কারণ, এর মাধ্যমে নারী-পুরুষসহ সব লিঙ্গের মানুষের সমান অধিকার প্রতিষ্ঠিত হয়। এ ছাড়া এটি বিবিবির কর্মীদের জন্য আইনি নিশ্চয়তাও দেয়।’
ডরিস লিবসার আরও বলেন, ‘এখন এটা খুবই গুরুত্বপূর্ণ যে নতুন এ নিয়ম ধারাবাহিকভাবে প্রয়োগ করা হবে। এ বিষয়ে আর কোনো বহিষ্কার বা নিষেধাজ্ঞা জারি করা হবে না।’
তবে বার্লিনের সুইমিং পুলে কবে থেকে নতুন এ নিয়ম চালু হবে, তা স্পষ্ট করে জানানো হয়নি। নতুন এ সিদ্ধান্তকে জার্মানির ফ্রিকোরপারকালচার বা ‘মুক্ত দেহ সংস্কৃতি’ স্বাগত জানাবে বলে আশা করা হচ্ছে।
মিউনিসিপ্যাল সুইমিং পুলগুলোর জন্য একই নিয়ম চালু হবে কি না বা হলেও তা কোন মাত্রায় হয়, এটি এখনো নিশ্চিত হতে পারেনি স্থানীয় কর্তৃপক্ষ।
গত বছর নর্থ রাইন-ওয়েস্টফালিয়ার সিজেন ও লোয়ার স্যাক্সনির গটিনজেনসহ বেশ কয়েকটি শহর পাবলিক পুলে নারীদের টপলেস হয়ে সাঁতারের অনুমতি দিয়েছে।
জার্মানি সব লিঙ্গের নগ্নতার প্রতি স্বাচ্ছন্দ্যপূর্ণ মনোভাবের কারণে জনপ্রিয়। গত বছর নর্থ রাইন-ওয়েস্টফালিয়ার সিজেন ও লোয়ার স্যাক্সনির গটিনজেনসহ বেশ কয়েকটি শহর পাবলিক পুলে নারীদের টপলেস হয়ে সাঁতারের অনুমতি দিয়েছে।
তবে একই বছর লোয়ার স্যাক্সনি রাজ্যের রাজধানী হ্যানোভার সুইমিং পুলে গোসল বা সাঁতারের নিয়ম পরিবর্তন করে নির্দেশ দিয়েছে, মিউনিসিপ্যাল এলাকায় সাঁতার বা গোসলের সময় ‘যৌনাঙ্গ’ ঢেকে রাখতে হবে।