রাশিয়ায় ফিরেছে ‘অশুভ আগস্ট’

প্রাণঘাতী ঘটনা, সন্ত্রাসী হামলা এবং যুদ্ধ ছড়িয়ে পড়ার জন্য রুশরা আগস্ট মাসকে ‘অশুভ’ বলে মনে করেন।

কৃষ্ণসাগরে রাশিয়ার একটি তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন

রাশিয়ায় একটা সময় আগস্ট মাস এলে মানুষের মধ্যে সতর্কতা বেশ বেড়ে যেত। অস্বাভাবিক সংখ্যায় বড় ধরনের প্রাণঘাতী ঘটনা, সন্ত্রাসী হামলা এবং যুদ্ধ ছড়িয়ে পড়ার জন্য রুশরা আগস্টকে ‘অশুভ’ ভাবতেন।

দীর্ঘ সময় এই অশুভ পরিস্থিতি রাশিয়ার ওপর আর ভর করেনি। বলতে গেলে বিষয়টি ভুলতেই বসেছিলেন রুশরা। সাম্প্রতিক বছরগুলোতে তাঁদের কাছে আগস্টকে গ্রীষ্মের অন্যান্য মাসের মতোই মনে হচ্ছিল।

এই বছরের আগস্ট যেন সেই অশুভ রূপ নিয়ে আবার ফিরে এসেছে। মাসের শুরু থেকেই ইউক্রেনের হামলা ব্যাপকভাবে বাড়তে থাকে। যুদ্ধ এখন ক্রেমলিনের দোরগোড়ায় পৌঁছে গেছে। মাশুল দিতে হচ্ছে মস্কোকে। গত বছরের ফেব্রুয়ারি থেকে সহিংসতার যে অভিজ্ঞতার মুখোমুখি হয়ে আসছেন ইউক্রেনীয়রা, এখন সেটার আঁচ পেতে শুরু করেছেন রুশরাও।

যুদ্ধের এই সময়ে স্বার্থপরতা ও ঘুষ আদান-প্রদান বড় ধরনের রাষ্ট্রদ্রোহ
ভলোদিমির জেলেনস্কি, প্রেসিডেন্ট, ইউক্রেন

এই মাসে কৃষ্ণসাগরে ইউক্রেনের সামুদ্রিক ড্রোনের হামলার শিকার হয়েছে রাশিয়ার সামরিক ও বাণিজ্যিক জাহাজ। এতে রাশিয়ার পণ্য সরবরাহ ও বাণিজ্যিক রুট ঝুঁকির মধ্যে পড়েছে।

আগস্টে এখন পর্যন্ত প্রতিদিনই সংবাদমাধ্যমে সরকারি ভবন, সামরিক স্থাপনা কিংবা বাণিজ্যিক ও আবাসিক ভবন লক্ষ্য করে ছোট আকারের; কিন্তু অবিরাম ইউক্রেনীয় ড্রোন হামলার খবর পাওয়া যাচ্ছে।

কর্মকর্তাদের দাবি, শক্তিশালী আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে অধিকাংশ ড্রোনই আকাশে ধ্বংস করা হচ্ছে। তবে যে কয়েকটি ড্রোন আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম হয়েছে, সেগুলোই রুশদের স্বাভাবিক জীবনযাত্রা থামিয়ে দিতে যথেষ্ট।

নাম প্রকাশ না করার শর্তে মস্কোর এক বাসিন্দা স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা সবাই হতবাক, হামলার ঘটনা ঘটছে। অবশ্য আমরা রাজনীতিক নই, তাই এ নিয়ে মন্তব্য করতে চাই না।’

আরেক নারী বললেন, ‘আমার দুটি শিশু আছে। এ সময়ে তাদের জন্ম হয়েছে বলে লজ্জা লুকাতে পারছি না।’

আগস্টের প্রথম সপ্তাহের চেয়ে দ্বিতীয় সপ্তাহ কম আতঙ্কের নয়। এ সপ্তাহে আরও হতাহতের ঘটনা ঘটেছে। মস্কো থেকে সড়কপথে দুই ঘণ্টার পথ সের্গিয়েভ পোসাদ শহরে রহস্যজনক বিস্ফোরণে একটি শিল্পকারখানা বিধ্বস্ত হয়েছে। এই কারখানায় সামরিক সরঞ্জাম তৈরি হতো। এ ঘটনায় ১ জন নিহত ও ৮৪ জন আহত হন।

২০ ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের কালুগা অঞ্চল ও ক্রিমিয়া উপদ্বীপের কাছে ২০টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। গতকাল শনিবার দেশটি এ দাবি করেছে।

কালুগা অঞ্চলের গভর্নর ভ্লাদিস্লাভ শাপশা বার্তা আদান-প্রদানের অ্যাপ টেলিগ্রামে বলেন, মস্কোর ১৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে কালুগা অঞ্চলে একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

ইউক্রেনের সেনা কর্মকর্তা বরখাস্ত

ইউক্রেনের সব অঞ্চলে সেনা নিয়োগের সঙ্গে জড়িত কর্মকর্তাদের বরখাস্তের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দুর্নীতির অভিযোগ ওঠায় এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। জেলেনস্কি বলেছেন, অভিযোগ সত্য প্রমাণিত হলে তা রাষ্ট্রদ্রোহের শামিল হতে পারে।

জেলেনস্কির ঘোষণার পাশাপাশি আরেকটি বিবৃতি দিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়। তাতে বলা হয়েছে, সামরিক বাহিনীর আঞ্চলিক নিয়োগকেন্দ্রগুলো পরিদর্শনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্নীতির বিভিন্ন ঘটনা উঠে এসেছে।