স্পেনের ভ্যালেন্সিয়া অঞ্চলে ভয়াবহ বন্যায় অন্তত ৭২ জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার দেশটির উদ্ধার তৎপরতার সঙ্গে যুক্ত বিভাগের পক্ষ থেকে এক্স বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
মুষলধারে বৃষ্টির কারণে এই বন্যার সৃষ্টি হয়েছে। উদ্ধার তৎপরতার সঙ্গে যুক্ত ব্যক্তিরা জানিয়েছেন, সেখানে এখনো মরদেহ উদ্ধার ও শনাক্তের কাজ চলছে।
ভ্যালেন্সিয়া অঞ্চলের প্রধান কার্লোস ম্যাজন সাংবাদিকদের বলেন, বন্যার কারণে ফোন লাইন বিকলের পাশাপাশি সেখানকার অনেক জায়গা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। কিছু জায়গায় সড়ক বিচ্ছিন্ন হয়ে গেছে।
মঙ্গলবারের এক ভিডিও ফুটেজে দেখা গেছে, পানির স্রোতে সড়ক থেকে গাড়ি ভেসে যাচ্ছে। ওই দিন সেখানে রেল ও আকাশ যোগাযোগও ব্যাহত হয়।
বন্যায় মারা যাওয়া ব্যক্তিদের সম্মানে গতকাল দেশটির পার্লামেন্টে এক মিনিট নীরবতা পালন করা হয়।