ইউক্রেনের পূর্বাঞ্চলে ট্যাংক নিয়ে সশস্ত্র অবস্থানে এক রুশ সেনা
ইউক্রেনের পূর্বাঞ্চলে ট্যাংক নিয়ে সশস্ত্র অবস্থানে এক রুশ সেনা

ইউক্রেনের আরও এক গ্রাম দখলে নিল রাশিয়া

ইউক্রেনের পূর্বাঞ্চলে যুদ্ধস্থলের আরও একটি গ্রাম নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া। আজ শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের আরখেনগেলেস্কে নামের একটি গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছেন রুশ সেনারা। তবে কবে নিয়ন্ত্রণে নিয়েছে, সেটা জানায়নি।

গ্রামটি ইউক্রেনের পূর্বাঞ্চলে ওচেরেতিন নামের শহরের কাছে। চলতি মাসের শুরুর দিকে রাশিয়া দাবি করেছিল, তারা এই শহর দখলে নিয়েছে।

এদিকে ইউক্রেনের পুলিশ জানিয়েছে, রাশিয়ার হামলায় দোনেৎস্কে নতুন করে আরও তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এদিন ইউক্রেনজুড়ে ১ হাজার ৮০০টির বেশি হামলা চালায় রাশিয়া।

১০ মে থেকে ইউক্রেনের উত্তর–পূর্বের খারকিভ অঞ্চলে ব্যাপক হামলা চালাচ্ছে রুশ বাহিনী। ইউক্রেন বলছে, পূর্বাঞ্চলীয় দোনেৎস্কের যুদ্ধস্থল থেকে সেনা সরিয়ে নেওয়ার জন্য এই হামলা শুরু করেছে রাশিয়া।    

ইউক্রেনের সেনাবাহিনী গতকাল শুক্রবার বলেছিল, খারকিভে রুশ সেনারা আরও অগ্রসর হতে চাইলে তাঁদের প্রতিহত করে পাল্টা হামলা চালানো হয়। কিন্ত রাশিয়া অন্যত্র ব্যাপক হামলা শুরু করেছে।