ডোনাল্ড ট্রাম্প মামলায় জড়িয়ে প্রথম সাবেক মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আদালতে বিচারের মুখোমুখি হয়েছেন। এ অবস্থায় তাঁকে রাশিয়ায় গিয়ে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছেন ভিক্তর বোট, যিনি যুক্তরাষ্ট্রে ১০ বছর কারাবন্দী থাকার পর গত ডিসেম্বরে মুক্তি পেয়ে রাশিয়ায় ফিরেছেন।
আজ শুক্রবার টেলিগ্রামে পাঠানো এক বার্তায় ট্রাম্পকে রাশিয়ায় যাওয়ার আহ্বান জানান ভিক্তর বোট। বার্তাটি গণমাধ্যমের জন্য প্রকাশ করা হয়েছে।
ট্রাম্পকে লেখা বার্তায় ভিক্তর বোট লিখেছেন, ‘আমার বিশ্বাস, আপনার জীবন বিপদের মধ্যে রয়েছে।’ তিনি আরও লেখেন, ট্রাম্পকে আদালত ও কারাগারে হয়রানি করেই থেমে থাকবে না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। শিগগিরই তারা ট্রাম্পের জীবন শেষ করে দেবে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বহু আগে থেকেই বোটের শ্রদ্ধার পাত্র। টেলিগ্রাম বার্তায় তিনি লেখেন, রাশিয়ায় গেলে ট্রাম্প নিরাপদে থাকতে পারবেন। আর সেখান থেকেই যুক্তরাষ্ট্রের মানুষের জন্য লড়াইয়ের নেতৃত্ব দিতে পারবেন।
ভিক্তর বোটের বিরুদ্ধে রক্তক্ষয়ী বিভিন্ন যুদ্ধে বিদ্রোহীদের হাতে অস্ত্র তুলে দেওয়ার অভিযোগ রয়েছে। ২০০৮ সালে থাইল্যান্ডে মার্কিন বাহিনীর এক অভিযানে গ্রেপ্তার হন তিনি। গ্রেপ্তারের পর ২০১০ সালে তাঁকে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়। পরে মার্কিন আদালত বোটকে ২৫ বছরের কারাদণ্ড দেন। বন্দিবিনিময়ের আওতায় গত ডিসেম্বরে রাশিয়ায় ফেরার পর তিনি রাশিয়ার জাতীয়তাবাদী একটি রাজনৈতিক দলে যোগ দেন।
এদিকে সম্পর্ক নিয়ে মুখ না খুলতে সাবেক পর্নো তারকা স্টরমি ড্যানিয়েলসকে অর্থ দেওয়াসংক্রান্ত একটি মামলায় গত মঙ্গলবার নিউইয়র্কের ম্যানহাটান আদালতে হাজির হয়েছিলেন ট্রাম্প। তখন তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। আদালতকক্ষে ট্রাম্পের সামনে তাঁর বিরুদ্ধে প্রসিকিউটরদের আনা ৩৪টি অভিযোগ পড়ে শোনান বিচারক। পরে তাঁকে মুক্তি দেওয়া হয়। আগামী ডিসেম্বরে আবার এই মামলার শুনানিতে ট্রাম্পকে সশরীর আদালতে হাজিরা দিতে হবে।