যুক্তরাষ্ট্রের বি–৫২ বোমারু বিমান
যুক্তরাষ্ট্রের বি–৫২ বোমারু বিমান

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমানকে রাশিয়ার যুদ্ধবিমানের বাধা

বাল্টিক সাগর–সংলগ্ন রাশিয়ার কালিনিনগ্রাদ অঞ্চলের কাছে যুক্তরাষ্ট্রের দুটি বি-৫২ বোমারু বিমান রাশিয়ার যুদ্ধবিমানের বাধার মুখে পড়েছে। গত সোমবার মার্কিন সামরিক উড়োজাহাজগুলো একটি মহড়ায় অংশ নিয়েছিল। তখন এ ঘটনা ঘটে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা।

বাল্টিক সাগর অঞ্চলে যুক্তরাষ্ট্রের বোমারু বিমান দুটি ফিনল্যান্ডের সঙ্গে যৌথ মহড়ায় অংশ নিয়েছিল। এই মহড়ার একপর্যায়ে সেগুলোকে বাধা দেয় রাশিয়ার দুটি সু-২৭ যুদ্ধবিমান। যুক্তরাষ্ট্র ও ফিনল্যান্ড—দুই দেশই পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য। রাশিয়ার সঙ্গে ফিনল্যান্ডের ১ হাজার ৩৪০ কিলোমিটারের সীমান্ত রয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অনুমতির পর দেশ দুটির সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালায় ইউক্রেন। তার জবাবে গত বৃহস্পতিবার ইউক্রেনে মধ্যপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা হামলা চালায় মস্কো। এরপর সোমবার যুক্তরাষ্ট্রের বোমারু বিমানে বাধা দেওয়ার ঘটনা ঘটল।

যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, রাশিয়ার যুদ্ধবিমানের বাধা দেওয়ার ধরন সামরিকভাবে পেশাদার ছিল এবং তা নিরাপদ বলেও মনে হয়েছিল। সে জন্য বাধা পেয়েও যুক্তরাষ্ট্রের বোমারু বিমানগুলো পূর্বপরিকল্পিত পথ পরিবর্তন করেনি।

সোমবার ফিনল্যান্ডের আকাশসীমায় দেশটির ‘এফ/এ-১৮সি’ যুদ্ধবিমানের সঙ্গেও যৌথ মহড়ায় যুক্তরাষ্ট্রের বোমারু বিমান দুটি। এ মহড়ার বিষয়ে ফিনল্যান্ডের বিমানবাহিনী রয়টার্সকে একটি বিবৃতি দিয়েছে। ওই বিবৃতি অনুযায়ী, দেশটির প্রতিরক্ষা সক্ষমতার আরও শক্তিশালী করতে মহড়াটি চালানো হয়েছে। তবে সেখানে রাশিয়ার যুদ্ধবিমানের বাধা দেওয়ার বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া। এর পরের বছর সামরিক জোট ন্যাটোয় যোগ দেয় ফিনল্যান্ড। ইউক্রেন যুদ্ধে যেসব ইউরোপীয় দেশ কিয়েভের পাশে শক্তভাবে দাঁড়িয়েছে, তাদের একটি হলো ফিনল্যান্ড।