ভোট দেওয়ার পর লন্ডনের একটি কেন্দ্র থেকে বেরিয়ে আসছেন এক নারী ভোটার
ভোট দেওয়ার পর লন্ডনের একটি কেন্দ্র থেকে বেরিয়ে আসছেন এক নারী ভোটার

যুক্তরাজ্যের নির্বাচনের ফল জানা যাবে কখন

যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষের দিকে রয়েছে। এরপর শুরু হবে গণনা। ঘণ্টা দুয়েকের মধ্যে জানা যেতে পারে ৪৪০টি আসনের ফল। আর সবগুলো আসন অর্থাৎ, ৬৫০টি আসনের ফল জানতে অপেক্ষা করতে হতে পারে স্থানীয় সময় শুক্রবার সকাল আটটা পর্যন্ত।

 ভেটাগ্রহণ শেষে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১০টায় প্রকাশ করা হবে বুথ ফেরত জরিপের ফল। এটা দেখে ধারণা করা হবে, কোন দল জয়ী হতে যাচ্ছে, বিজয়ী ও পিছিয়ে থাকা দলের মধ্যে ব্যবধান কেমন হতে পারে।

 এর পর শুরু হবে ভোটের ফলাফলের জন্য অপেক্ষা। স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিক থেকে ফল ঘোষণা শুরু হতে পারে। ঘণ্টা দুয়েকের মধ্যে জানা যেতে পারে ৪৪০টি আসনের ফল। শুক্রবার সকাল আটটার মধ্যে সবগুলো আসনের ফল জানা যেতে পারে।

 প্রতিটি গণনা কেন্দ্রে পৃথকভাবে নির্বাচনের ফল ঘোষণা করা হবে। রাতভর সংবাদমাধ্যমগুলো ফল প্রচার করবে।

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে যেকোনো দলকে এককভাবে ৩২৬টি আসনে জয় পেতে হবে। এবারের নির্বাচনে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে কিনা, রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে সেটা জানা যেতে পারে।

ভোটের আগে একাধিক জনমত জরিপে দেখা গেছে, কিয়ার স্টারমারের লেবার পার্টি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পথে রয়েছে। দলটি প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ দলের চেয়ে ২০ শতাংশ এগিয়ে। জরিপের ফল বাস্তব হলে, বিদায় নিতে হবে কনজারভেটিভ দলের নেতা ও প্রধানমন্ত্রী ঋষি সুনাককে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে স্টারমার বলেন, ‘আজ যুক্তরাজ্য এক নতুন অধ্যায় শুরু করতে পারে। কনজারভেটিভদের অধীনে আরও পাঁচটি বছর পার করার সামর্থ্য রাখি না  আমরা। আপনারা যদি লেবার দলকে ভোট দেন, তবে শুধু পরিবর্তন ঘটতে পারে।’

 অন্যদিকে বৃহস্পতিবার ভোটারদের উদ্দেশে ঋষি সুনাক বলেন, ‘লেবার পার্টি আমাদের দেশের ও অর্থনীতির সর্বনাশ করবে। সর্বশেষ তারা যখন ক্ষমতায় ছিল, সেটাই করেছিল। তা হতে দেবেন না।’