যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উভয় কক্ষের আইনপ্রণেতাদের সঙ্গে নির্ধারিত এক ভার্চ্যুয়াল বৈঠক বাতিল করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনে যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তার ভবিষ্যৎ নিয়ে কংগ্রেসে অচলাবস্থা চলছে। এর মধ্যেই জেলেনস্কি উচ্চপর্যায়ের এ বৈঠক বাতিল করলেন।
যুক্তরাষ্ট্রের সময় মঙ্গলবার কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্য এবং উচ্চকক্ষ সিনেটের সদস্যদের সঙ্গে জেলেনস্কির ভার্চ্যুয়ালি এ বৈঠক হওয়ার কথা ছিল। শেষ মুহূর্তে বৈঠকটি বাতিল করা হয়।
একই দিন যুক্তরাষ্ট্রে ইউক্রেনের একজন শীর্ষ সরকারি কর্মকর্তা সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের সরকার যদি আরও সামরিক সহায়তা না দেয়, তাহলে যুদ্ধে হেরে যাওয়ার ঝুঁকিতে পড়বে ইউক্রেন।
জেলেনস্কি কেন বৈঠক বাতিল করেছেন, এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি সিনেটের প্রধান চাক শুমার। কংগ্রেসের উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠ দল ডেমোক্র্যাটদের এই শীর্ষ নেতা বলেছেন, শেষ সময়ে এসে জেলেনস্কি একটি কাজে ব্যস্ত হয়ে পড়ায় বৈঠক বাতিল করেন। এর বাইরে বিস্তারিত কিছু জানাননি তিনি।
জেলেনস্কি উচ্চপর্যায়ের এই বৈঠক কেন বাতিল করলেন, সে বিষয়ে জানতে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ইউক্রেনের দূতাবাসে বিবিসির পক্ষ থেকে যোগাযোগ করা হয়। তবে সাড়া পাওয়া যায়নি।
ইউক্রেনকে সহায়তার জন্য অর্থ ফুরিয়ে এসেছে জানিয়ে আরও বরাদ্দের জন্য হোয়াইট হাউস যখন কংগ্রেসকে চাপ দিচ্ছে, সে মুহূর্তে মার্কিন আইনপ্রণেতাদের সঙ্গে জেলেনস্কি বৈঠক বাতিল করলেন। ইউক্রেনকে সহায়তা দেওয়া নিয়ে সেই বিল পাসের বিষয়ে এখনো একমত হতে পারেননি আইনপ্রণেতারা।
গত সোমবার কংগ্রেসকে সতর্ক করে হোয়াইট হাউস বলেছে, ‘ইউক্রেনকে সহায়তার জন্য যে তহবিল অনুমোদন দেওয়া হয়েছিল, এ বছরই তা ফুরিয়ে যাবে। আমাদের হাতে সময় নেই। ফলে ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার জন্য কংগ্রেসকে দ্রুত এ–সংক্রান্ত তহবিল পাস করতে হবে।’
গতকাল মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে ইউএস ইনস্টিটিউট অব পিসে এক অনুষ্ঠানে জেলেনস্কির চিফ অব স্টাফ আন্দ্রি ইয়ারমাক বলেন, ‘যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত না থাকলে যুদ্ধে ইউক্রেনের পরাজয়ের ঝুঁকি অনেক বেশি।’ তাঁর মন্তব্যের প্রায় এক ঘণ্টা পরই জেলেনস্কি বৈঠক বাতিল করেন।