জার্মানিপ্রবাসী অনীল দাশগুপ্ত
জার্মানিপ্রবাসী অনীল দাশগুপ্ত

চলে গেলেন জার্মানিপ্রবাসী অনীল দাশগুপ্ত

সব সময় নিভৃতে থাকতে পছন্দ করতেন তিনি। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় জার্মানিতে থেকেও তাঁর অবদান ভোলার নয়। জার্মানিতে প্রবাসী বাঙালিদের সেই প্রিয় ব্যক্তিত্ব অনীল দাশগুপ্ত মারা গেছেন।

সত্তরের দশকে পড়াশোনা করতে বাংলাদেশ থেকে জার্মানিতে পাড়ি দিয়েছিলেন অনীল দাশগুপ্ত। থাকতেন ডার্মস্ট্যাডট শহরের কাছে। স্থাপত্যবিদ্যায় পড়াশোনা শেষে চাকরি করেছেন জার্মানিতেই।

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাসংগ্রাম শুরু হলে অনীল দাশগুপ্ত মুজিবনগর প্রবাসী সরকারের সঙ্গে যোগাযোগ করেন। শরণার্থীদের জন্য নানা ধরনের সাহায্য সংগ্রহ করেন। প্রবাসী সরকারের নির্দেশমতো জার্মানির রাজনীতিকদের সঙ্গে নানা বিষয়ে বাংলাদেশে চলমান মুক্তিযুদ্ধকে সমর্থনের জন্য প্রচেষ্টা চালান।

অনীল দাশগুপ্ত দীর্ঘদিন ইউরোপী ও জার্মানি আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।