রাশিয়া পারমাণবিক হামলা চালাবে কি না, জানালেন ব্রিটিশ গোয়েন্দাপ্রধান

রাশিয়ার পারমাণবিক অস্ত্রবাহী সামরিক যান
ফাইল ছবি: রয়টার্স

ক্ষেপণাস্ত্র ছুড়ে গতকাল সোমবার থেকে ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। তবে দেশটি পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে, এমন কোনো ইঙ্গিত এই মুহূর্তে দেখা যাচ্ছে না বলে জানিয়েছেন যুক্তরাজ্যের গোয়েন্দাপ্রধান জেরেমি ফ্লেমিং।

আজ মঙ্গলবার বিবিসির ‘টুডে’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন জেরেমি ফ্লেমিং। তিনি বলেন, ‘রাশিয়া যদি পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা মাথায় আনে, তার ইঙ্গিত আমরা পাব বলে আশা করছি। তবে পারমাণবিক অস্ত্র নিয়ে যেকোনো কথা খুবই বিপজ্জনক হতে পারে। এই অস্ত্র নিয়ে কীভাবে কথা বলছি, সে বিষয়ে আমাদের সতর্ক হওয়া উচিত।’

গত মাসে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, রাশিয়ার ভৌগোলিক অখণ্ডতা হুমকির মুখে পড়লে হাতে থাকা ‘সব অস্ত্র’ ব্যবহার করবেন তিনি। আর এটা কোনো ‘ধাপ্পাবাজি’ নয়। পুতিনের বক্তব্যে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইঙ্গিত করা হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে।

পুতিনের ওই ঘোষণার পরপরই সরাসরি পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়টি সামনে আনেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। এমনকি সম্প্রতি যখন ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রুশ সেনাদের পিছু হঠার খবর আসছিল, তখন পরিস্থিতি সামাল দিতে কম ক্ষমতাসম্পন্ন কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরামর্শ দিয়েছিলেন রাশিয়ার চেচনিয়া অঞ্চলের প্রধান রমজান কাদিরভ।

এ নিয়ে যুক্তরাজ্যে গোয়েন্দা সংস্থা জিসিএইচকিউর প্রধান ফ্লেমিং বলেন, ‘এটা আমার কাছে স্পষ্ট যে রাশিয়ার সামরিক বাহিনী ও পুতিন যেভাবে যুদ্ধ করছেন, তা আমরা পছন্দ না–ও করতে পারি কিংবা অনেক দিক দিয়ে হয়তো ঘৃণা করি, তবে পারমাণবিক অস্ত্রসহ অন্য অস্ত্র ব্যবহারে নিজেদের নীতি মেনেই চলছে তারা।’