গোপন ব্যালটের ব্যবহার

জাতিসংঘে রাশিয়ার বিপক্ষে ভোট দিল ভারত

জাতিসংঘের সাধারণ পরিষদ
ছবি: রয়টার্স ফাইল ছবি

ইউক্রেনের চারটি অঞ্চলকে রুশ ফেডারেশনে যুক্ত করার নিন্দা জানিয়ে তৈরি করা একটি খসড়া প্রস্তাবে ভোটাভুটি নিয়ে রাশিয়ার একটি দাবি প্রত্যাখ্যান করেছে ভারত। রাশিয়া চাইছে, ওই প্রস্তাব নিয়ে যে ভোটাভুটি হবে, তা গোপন ব্যালটের মাধ্যমে করা হোক। তবে গত সোমবার ভারতসহ শতাধিক দেশ প্রকাশ্য ভোটাভুটির পক্ষে রায় দিয়েছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

সম্প্রতি ইউক্রেনের দোনেৎস্ক, খেরসন, লুহানস্ক ও জাপোরিঝঝিয়াতে গণভোটের মধ্য দিয়ে এগুলোকে রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত করে মস্কো। এ গণভোট ও অন্তর্ভুক্তিকরণকে অবৈধ উল্লেখ করে আলবেনিয়ার উদ্যোগে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি নিন্দা প্রস্তাব আনা হয়েছে। এ নিন্দা প্রস্তাব নিয়ে সাধারণ পরিষদে ভোটাভুটি হবে। এর মধ্যেই রাশিয়া দাবি করে এ ভোটাভুটি যেন গোপন ব্যালটের মাধ্যমে করা হয়। মস্কোর এ দাবি মানা হবে কি হবে না, তা নিয়ে সোমবার সাধারণ পরিষদে ভোটাভুটি হয়।

ভারতসহ জাতিসংঘের ১০৭টি সদস্য দেশ রাশিয়ার দাবিটি প্রত্যাখ্যান করেছে। তারা রেকর্ড করা ভোটের পক্ষে রায় দিয়েছে।

রাশিয়ার গোপন ব্যালট ব্যবহারের দাবির পক্ষে ভোট দিয়েছে মাত্র ১৩টি দেশ। ৩৯টি দেশ ভোটদানে বিরত থেকেছে। ভোট দেওয়া থেকে বিরত থাকা দেশগুলোর মধ্যে রাশিয়া ও চীন আছে।

ভোটাভুটির ফলাফলের ভিত্তিতে সাধারণ পরিষদের প্রেসিডেন্ট রেকর্ড করা ভোটের প্রস্তাব অনুমোদন করেন। তবে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার আবেদন জানিয়েছে রাশিয়া। সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করা হবে কি না, তা নিয়ে ভোটাভুটি করা হলে ভারতসহ ১০৪ দেশ বিপক্ষে ভোট দেয়। ১৬টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয় এবং ৩৪টি দেশ ভোটদানে বিরত থাকে।

গত মাসে ইউক্রেনের চার অঞ্চলে গণভোট এবং এগুলোকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্তিকে অবৈধ উল্লেখ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র ও আলবেনিয়ার উদ্যোগে খসড়া প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। ওই প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া। ভারত ভোটদানে বিরত থেকেছে।

ইউক্রেনে রুশ অভিযান নিয়ে ভারত এখন পর্যন্ত সতর্ক অবস্থান বজায় রেখেছে। ভারত এ অভিযানের নিন্দা জানায়নি। শুধু অবিলম্বে শত্রুতা বন্ধ করে আলোচনায় ফেরার আহ্বান জানিয়ে যাচ্ছে।

এর মধ্যে সোমবার ইউক্রেনের রাজধানী কিয়েভসহ অনেকগুলো শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচীর কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ইউক্রেনে অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা এবং বেসামরিক নিহত হওয়ার ঘটনাসহ সংঘাতময় পরিস্থিতি বেড়ে যাওয়া নিয়ে ভারত গভীরভাবে উদ্বিগ্ন।

ইউক্রেনে রাশিয়ার অভিযান নিয়ে ভারত এখন পর্যন্ত নিন্দা না জানালেও এটিকে নয়া দিল্লির সবচেয়ে তীক্ষ্ণ প্রতিক্রিয়াগুলোর একটি বলে উল্লেখ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস।