ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনায় ফের হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে রাজধানী কিয়েভের একটি এলাকাসহ দেশটির কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। খবর বিবিসির
আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টার পরপরই রাজধানীতে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ সময় দিনিপ্রো নদীর কাছে একটি বিদ্যুৎকেন্দ্র থেকে কুণ্ডলী পাকিয়ে ধোঁয়া উড়তে দেখা যায়।
কিয়েভের পশ্চিমে ঝাইতোমিরে বিদ্যুৎ ও পানি সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গেছে। দিনিপ্রোতে দুটি স্থাপনা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানীতে ‘কামিকাজে (আত্মঘাতী)’ ড্রোন হামলার ২৪ ঘণ্টার মধ্যে সর্বশেষ হামলাগুলোর ঘটনা ঘটল।
ঝাইতোমিরের মেয়র জানিয়েছেন, শহরে কোনো বিদ্যুৎ ও পানি নেই। আপৎকালীন বিদ্যুৎ দিয়ে চলছে হাসপাতালের কার্যক্রম।
জানা গেছে, বিদ্যুৎকেন্দ্রে হামলার কারণে দিনিপ্রো নদীর তীরবর্তী রাজধানী কিয়েভের একটি এলাকায় বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে।
ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর দিনিপ্রোতেও বিদ্যুৎ ও পানি সরবরাহ বিঘ্নিত হয়েছে। বাসিন্দাদের বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন সেখানকার কর্মকর্তারা।
উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ শহরে গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝঝিয়াতেও হামলা চালানো হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
আগের দিন সোমবার রাজধানী কিয়েভ ও উত্তরাঞ্চলীয় সুমি শহরে ড্রোন হামলা চালানো হয়। কিয়েভে হামলায় পাঁচজন নিহত হন। সুমি শহরে নিহত হন চারজন। এদিন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার কারণে কয়েক শ শহর ও গ্রাম বিদ্যুৎ–বিচ্ছিন্ন হয়ে পড়ে।
সম্মুখযুদ্ধের এলাকা থেকে দূরবর্তী বিদ্যুৎকেন্দ্রেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে হামলা জোরদার করেছে রাশিয়া। দ্রুত সেগুলো সংস্কারের চেষ্টা করে আসছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। তবে শীতের আগে এমন হামলার ফলে সেগুলো কতটুকু সচল রাখা যাবে, সেটা নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে।