প্রয়াত প্রিন্সেস ডায়ানার ছোট ভাই আর্ল স্পেনসার
প্রয়াত প্রিন্সেস ডায়ানার ছোট ভাই আর্ল স্পেনসার

বোর্ডিং স্কুলে যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন ডায়ানার ভাই স্পেনসার

প্রয়াত প্রিন্সেস ডায়ানার ছোট ভাই আর্ল স্পেনসার বলেছেন, ছোটবেলায় বোর্ডিং স্কুলে তিনি যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন।

আজ রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম মেইলে স্পেনসারের স্মৃতিকথা থেকে উদ্ধৃত অংশ প্রকাশিত হয়েছে।

স্মৃতিকথায় প্রিন্সেস অব ওয়েলসের ছোট ভাই স্পেনসার বলেছেন, তিনি গত শতকের সত্তরের দশকে নর্থহ্যাম্পটনশায়ারের মেইডওয়েল হল বোর্ডিং স্কুলে এক নারী কর্মীর যৌন নির্যাতনের লক্ষ্যবস্তু হয়েছিলেন।

স্পেনসারের বয়স এখন ৫৯ বছর। তিনি অভিযোগ করেছেন, তাঁর বয়স যখন মাত্র ১১ বছর ছিল, তখন এই যৌন নির্যাতন শুরু হয়েছিল।

মেইডওয়েল হল কর্তৃপক্ষ বলেছে, স্পেনসার তাঁর যে অভিজ্ঞতার কথা বলেছেন, তাকে তারা গুরুত্বের সঙ্গে নিয়েছে। তারা যৌন নির্যাতনের অভিযোগ স্থানীয় কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে।

স্পেনসার তাঁর ৮ থেকে ১৩ বছর বয়স পর্যন্ত মেইডওয়েল হল বোর্ডিং স্কুলে কাটিয়েছিলেন।

স্পেনসারের নতুন বইটির নাম ‘এ ভেরি প্রাইভেট স্কুল’। বইয়ে তিনি অভিযোগ করেছেন, বোর্ডিং স্কুলটির একজন নারী কর্মী (স্টাফ) রাতে তিনিসহ অন্য অল্প বয়সী ছেলেদের ছাত্রাবাসের বিছানায় যৌন নির্যাতন করেছিলেন।

স্পেনসার বলেছেন, ওই নারী কর্মী হয় এখন বিদেশে থাকেন, নয়তো মারা গেছেন। মেইলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্পেনসার স্কুলটির তৎকালীন প্রধান শিক্ষক জন পোর্চের বিরুদ্ধে নৃশংস মারধরের অভিযোগ এনেছেন। তিনি মনে করেন, এই শিক্ষক সহিংসতা থেকে যৌন-আনন্দ পেতেন।

জন ২০২২ সালের জানুয়ারিতে মারা যান বলে জানা যায়।

স্পেনসার বলেছেন, স্কুলটিতে তাঁর কাটানো সময় ছিল নারকীয় অভিজ্ঞতায় পূর্ণ।

মেইলকে দেওয়া এক বিবৃতিতে স্কুল কর্তৃপক্ষ বলেছে, শিক্ষাপ্রতিষ্ঠানটিতে যে চর্চা ছিল, সেগুলো দুঃখজনক। গত শতকের সত্তরের দশক থেকে স্কুলজীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রই উল্লেখযোগ্যভাবে বিবর্তিত হয়েছে। এই পরিবর্তনের কেন্দ্রীয় বিষয় শিশুদের সুরক্ষা, শিশুদের কল্যাণ।

মেইডওয়েলে পড়া শেষ করে স্পেনসার ইটন কলেজে ভর্তি হন। তিনি এখন আলথর্প হাউসের মালিক। নর্থহ্যাম্পটনশায়ারে অবস্থিত ১৩ হাজার একরের এই সম্পত্তি প্রায় ৫০০ বছর ধরে স্পেনসার পরিবারের মালিকানায় রয়েছে। এখানেই প্রিন্সেস ডায়ানাকে সমাহিত করা হয়েছে।

যুক্তরাজ্যের বর্তমান রাজা তৃতীয় চার্লসের প্রথম স্ত্রী ছিলেন প্রিন্সেস অব ওয়েলস ডায়ানা। পরে চার্লস ও ডায়ানার বিচ্ছেদ হয়। ১৯৯৭ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে সড়ক দুর্ঘটনায় ডায়ানার মৃত্যু হয়। চার্লস-ডায়ানার দুই ছেলে প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি।