একের পর এক রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর এক–তৃতীয়াংশের বেশি ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ মঙ্গলবার ইউক্রেনের পুনর্গঠন নিয়ে এক আন্তর্জাতিক সম্মেলনে দেওয়া ভাষণে এ কথা বলেন জেলেনস্কি। খবর সিএনএনের।
জার্মানির বার্লিনে অনুষ্ঠিত সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন জেলেনস্কি। এ সময় তিনি বলেন, ‘সামনে শীত আসছে। এ শীতে টিকে থাকা আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়াবে।’
জেলেনস্কি আরও বলেন, ‘রুশ হামলায় ইউক্রেনজুড়ে অসংখ্য হাসপাতাল, বিদ্যালয়, পরিবহনব্যবস্থা, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ধ্বংস হয়ে গেছে। কিন্তু এসব অবকাঠামো পুনর্নির্মাণে আমরা এখনো কোনো সহায়তা পাইনি।’
চলমান যুদ্ধের কারণে আগামী অর্থবছরে ইউক্রেনের বাজেট ঘাটতির পরিমাণ ৩ হাজার ৮০০ কোটি ডলারে দাঁড়াতে পারে উল্লেখ করে জেলেনস্কি বলেন, এ ঘাটতি পূরণে সহায়তার বিকল্প নেই। তাই ইউক্রেনের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিতে মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
সেই সঙ্গে নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার যেসব সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে, তা ইউক্রেনের ব্যবহারের জন্য আইনি পথ উন্মুক্ত করতে পশ্চিমাদের প্রতি আহ্বান জানান জেলেনস্কি।