ভারতের দিল্লিতে আগামী সেপ্টেম্বরে বসছে বিশ্বের ২০টি বৃহৎ অর্থনীতির দেশের জোট জি-২০-এর শীর্ষ সম্মেলন। জোটভুক্ত দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানদের এতে অংশ নেওয়ার কথা রয়েছে। তবে এই শীর্ষ সম্মেলনে অংশ নিতে ভারতে আসছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
গতকাল শুক্রবার ক্রেমলিনের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। বলা হয়েছে, জি-২০ শীর্ষ সম্মেলনে সশরীর অংশ নিতে ভারত যাওয়ার কোনো পরিকল্পনা আপাতত প্রেসিডেন্ট পুতিনের নেই।
গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক যুদ্ধ শুরুর পর পুতিনের বিরুদ্ধে দেশটিতে যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়েছে। এ জন্য তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। এর অর্থ হলো বিদেশ সফরে গেলে গ্রেপ্তার হওয়ার ঝুঁকি রয়েছে পুতিনের।
গ্রেপ্তার হওয়ার এই ঝুঁকি এড়াতে পুতিন ভারত সফরের পরিকল্পনা বাদ দিয়েছেন বলে মনে করা হচ্ছে। এর আগে গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনে উপস্থিত হননি পুতিন। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই জোটের শীর্ষ সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দিয়েছেন তিনি।