রুডিগার কোচ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়তে পানির নিচে থাকছেন
রুডিগার কোচ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়তে পানির নিচে থাকছেন

বিচিত্র

১২০ দিন থাকবেন পানির নিচে

রেকর্ড গড়তে মানুষ কত কিছুই না করে। এই যেমন জার্মানির ৫৯ বছর বয়সী এক নাগরিক গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়তে ৬০ দিন ধরে পানির নিচে বসবাস করছেন। পানির নিচে নির্দিষ্ট একটি জায়গায় থাকছেন তিনি।

রুডিগার কোচ নামের এই ব্যক্তি পেশায় প্রকৌশলী। পানামার পুয়ের্তো লিন্ডো এলাকার উপকূলে ক্যারিবীয় সাগরে পানিতে একটি ডুবো ক্যাপসুলের মধ্যে দুই মাস ধরে তিনি বসবাস করছেন। সেখানেই তিনি কাজকর্মও চালিয়ে যাচ্ছেন।

কোচ আছেন সমুদ্রপৃষ্ঠ থেকে ১১ মিটার বা ৩৬ ফুট নিচে। সেখানে অবশ্য তাঁকে একেবারে নিঃসঙ্গ বলা যাবে না। ৩২২ বর্গফুট আয়তনের একটি ক্যাপসুলের ভেতর তিনি থাকছেন। এতে রয়েছে একটি বহনযোগ্য টয়লেট। তাঁর সময় কাটানোর জন্য রয়েছে অত্যাধুনিক নানা আয়োজন। আছে টেলিভিশন, কম্পিউটার, একটি শয্যা, ব্যায়ামের জন্য স্থির সাইকেল, সৌরবিদ্যুৎ, স্যাটেলাইট ইন্টারনেট ইত্যাদি।

অবশ্য পানির নিচে একটি জিনিস কোচ খুব মিস করছেন বলে জানান। সেটা হচ্ছে, তিনি এখানে স্বাভাবিকভাবে বিলাসিতা করে গোসল করতে পারছেন না।

জার্মান এই প্রকৌশলী সিবিএস নিউজকে বলেন, ‘বিষয়টি আমার কাছে আলাদাভাবে কঠিন কিছু মনে হচ্ছে না। আমি এখানে পানির নিচে আছি বলে খুব ভোগান্তি হচ্ছে বলেও মনে হচ্ছে না। অবশ্য সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে, মাঝেমধ্যে আমার সাঁতার কাটতে মন চায়। কিন্তু এখানে সেটা সম্ভব নয়।’

কোচ বলেন, নতুন রেকর্ড গড়ার লক্ষ্যে তিনি গত ২৬ সেপ্টেম্বর কাজ শুরু করেছেন। ১২০ দিন পানির নিচে কাটানোর পর আগামী ২৪ জানুয়ারি তিনি ওপরে উঠে আসবেন।

কোচ বলছিলেন, তাঁর এই রেকর্ড গড়ার কাজ একেবারে সহজ নয়। যেকোনো সময় ভারী ঝড় এসে তাঁর পুরো প্রকল্প শেষ করে দিতে পারে।

বর্তমানে পানির নিচে সবচেয়ে বেশি সময় কাটানোর রেকর্ড হচ্ছে ১২০ দিনের। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার উপকূলে পানির নিচে অবস্থান করে জোসেফ ডিরুটি এই রেকর্ড গড়েছিলেন।