রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আজ রোববার জানিয়েছে, ইউক্রেন নিয়ে নিষ্পত্তিমূলক যেকোনো আলোচনা রাশিয়ার অংশগ্রহণ ছাড়া সম্ভব হবে না। আর এ বিষয়ে একমত হয়েছে রাশিয়া ও চীন।
রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল গালুজিন ও চীনের ইউরেশিয়ান অ্যাফেয়ার্স–বিষয়ক বিশেষ প্রতিনিধি লি হুইয়ের মধ্যকার বৈঠকে এ ঐকমত্য হয়।
ইউক্রেন নিয়ে আলোচনা করতে দ্বিতীয়বারের মতো ইউরোপ সফর করছেন লি হুই। এ সফরে তিনি বৈঠক করেন মিখাইল গালুজিনের সঙ্গে। পোল্যান্ড, ইউক্রেন ও জার্মানিতে সফর করবেন লি হুই।
নিজেদের ওয়েবসাইটে পোস্ট করা এক বিবৃতিতে বৈঠক নিয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইউক্রেন নিয়ে দুপক্ষের (রাশিয়া ও চীন) মধ্যে অংশগ্রহণমূলক ও চিন্তাশীল মনোভাব বিনিময় হয়েছে। একমত হওয়া গেছে যে ইউক্রেন নিয়ে কোনো নিষ্পত্তিমূলক রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনা রাশিয়ার অংশগ্রহণ ছাড়া কখনোই সম্ভব হবে না।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করে রাশিয়া। যদিও এ যুদ্ধকে প্রতিবেশী দেশকে ‘নাৎসিমুক্ত’ করার জন্য একটি ‘বিশেষ সামরিক অভিযান’ বলে আসছে মস্কো।
তবে কিয়েভ ও তার পশ্চিমা মিত্রদের কাছে এটা ইউক্রেনের বিরুদ্ধে ‘রুশ আগ্রাসন’। দুই বছর পেরোলেও এখনো যুদ্ধ চলছে। প্রায় প্রতিদিনই বেসামরিক মানুষের হতাহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।