মঙ্গলবার ভোরে মস্কোতে একটি আবাসিক ভবনের সামনে এক বিস্ফোরণে রাশিয়ার বিকিরণ, জৈবিক ও রাসায়নিক সুরক্ষা বাহিনীর প্রধান ইগর কিরিলভ নিহত হন
মঙ্গলবার ভোরে মস্কোতে একটি আবাসিক ভবনের সামনে এক বিস্ফোরণে রাশিয়ার বিকিরণ, জৈবিক ও রাসায়নিক সুরক্ষা বাহিনীর প্রধান ইগর কিরিলভ নিহত হন

রাশিয়ায় সেনা কর্মকর্তাকে হত্যার ঘটনায় উজবেকিস্তানের নাগরিক আটক

রাশিয়ার জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ ও তাঁর সহযোগীকে হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে ২৯ বছর বয়সী এক তরুণকে আটক করা হয়েছে। তিনি উজবেকিস্তানের নাগরিক। রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা (এফএসবি) এ তথ্য জানিয়েছে।

গতকাল মঙ্গলবার ভোরে মস্কোতে একটি আবাসিক ভবনের সামনে এক বিস্ফোরণে রাশিয়ার বিকিরণ, জৈবিক ও রাসায়নিক সুরক্ষা বাহিনীর প্রধান ইগর কিরিলভ নিহত হন। একটি স্কুটারের ভেতরে বিস্ফোরক লুকানো ছিল। দূরনিয়ন্ত্রণযন্ত্রের সাহায্যে সেটির বিস্ফোরণ ঘটানো হয়।

রাশিয়ার নিরাপত্তা সংস্থা বলছে, ইউক্রেনের গোয়েন্দারাই ওই সন্দেহভাজনকে নিয়োগ দিয়েছেন। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থাগুলোর প্রতিবেদন থেকে এ তথ্য জানতে পেরেছে বিবিসি। তবে ওই সন্দেহভাজনের নাম-পরিচয় জানা যায়নি।

গতকাল একটি সূত্র বিবিসিকে বলেছে, ইউক্রেনের নিরাপত্তা সংস্থা ইতিমধ্যে দাবি করেছে, তারা এই হত্যার পেছনে আছে।

ইউক্রেনের একটি সূত্র গতকাল বিবিসিকে বলেছে, ইউক্রেনের নিরাপত্তা সংস্থার পরিকল্পনায় এ হত্যাকাণ্ড চালানো হয়েছে।

রাশিয়ার রাসায়নিক অস্ত্রবিষয়ক প্রধান ছিলেন কিরিলভ। ইউক্রেনের ওই সূত্র অনুযায়ী, কিরিলভ যুদ্ধাপরাধ করেছেন। তাঁকে হামলার লক্ষ্যবস্তু করাটা ‘ন্যায়সংগত’।

হত্যাকাণ্ডের আগের দিন সোমবার ৫৪ বছর বয়সী কিরিলভকে তাঁর অনুপস্থিতিতেই ইউক্রেনের আদালতে অভিযুক্ত করা হয়। বলা হয়, তিনি গণহারে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহারের জন্য দায়ী।

রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার (এফএসবি) জনসংযোগ কেন্দ্র আজ বুধবার বলেছে, আটক হওয়া তরুণ সন্ত্রাসী হামলা চালিয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। এক বিবৃতিতে বলা হয়, জিজ্ঞাসাবাদে ওই তরুণ বলেছেন, ইউক্রেনের নিরাপত্তা সংস্থাই তাঁকে নিয়োগ দিয়েছে।