উইন্ডসর ক্যাসেলে আয়োজিত এক অনুষ্ঠানে লিজ হাটন নামের ওই কিশোরীকে জড়িয়ে ধরেন কেট মিডলটন
উইন্ডসর ক্যাসেলে আয়োজিত এক অনুষ্ঠানে লিজ হাটন নামের ওই কিশোরীকে জড়িয়ে ধরেন কেট মিডলটন

ক্যানসার আক্রান্ত কিশোরীকে জড়িয়ে ধরলেন কেট

যুক্তরাজ্যের প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন এক অনুষ্ঠানে গিয়ে ক্যানসারে আক্রান্ত এক কিশোরীকে জড়িয়ে ধরেছেন। তিনি নিজেও ক্যানসারে আক্রান্ত।

গতকাল বুধবার ১৬ বছর বয়সী লিজ হাটনকে উইন্ডসর ক্যাসেলে আয়োজিত এক সম্মাননা প্রদান অনুষ্ঠানে ছবি তোলার জন্য আমন্ত্রণ জানান কেট মিডলটন এবং তাঁর স্বামী প্রিন্স উইলিয়াম। সেখানেই লিজ হাটন নামের ওই কিশোরীকে জড়িয়ে ধরেন এই রাজবধূ। লিজ হাটন বিরল ধরনের ক্যানসারে ভুগছে।

কেট মিডলটন নিজেও ক্যানসার আক্রান্ত। ক্যানসারের চিকিৎসার অংশ হিসেবে গত মাসে তাঁর কেমোথেরাপি নেওয়া শেষ হয়েছে।

নর্থ ইয়র্কশায়ারের হ্যারোগেট এলাকার বাসিন্দা লিজ একজন উদীয়মান আলোকচিত্রী। চলতি বছরের শুরুর দিকে তার স্বপ্নভঙ্গ হয়। চিকিৎসকেরা বলে দিয়েছেন, বিরল ক্যানসারে আক্রান্ত এই কিশোরী বড়জোর ছয় মাস থেকে তিন বছর পর্যন্ত বেঁচে থাকবে।

কেট মিডলটন নিজেও একজন ভালো আলোকচিত্রী। প্রিন্স উইলিয়াম ও কেট বলেছেন, ওই কিশোরী তাঁদের দুজনকেই অনুপ্রেরণা জুগিয়েছে।

নিজের পৃষ্ঠপোষকতায় চলা দাতব্য সংস্থা লন্ডন এয়ার অ্যাম্বুলেন্স চ্যারিটির মাধ্যমে লিজের ব্যাপারে জানতে পেরেছিলেন প্রিন্স উইলিয়াম। বুধবার উইন্ডসর ক্যাসেলে সাইক্লিস্ট মার্ক ক্যাভেন্ডিশ ও সাবেক ফুটবলার অ্যালি ম্যাককোইস্টের সম্মাননা অনুষ্ঠানে আলোকচিত্রী হিসেবে লিজকে ছবি তোলার সুযোগ দেওয়া হয়। ছবি তোলার পর লিজ এবং তার পরিবারের সঙ্গে একান্তে বৈঠক করেন উইলিয়াম ও কেট।

উইলিয়াম ও কেটের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলা হয়, ‘আজ উইন্ডসরে লিজের সঙ্গে দেখা হয়ে আনন্দ বোধ করছি। এই কম বয়সী মেধাবী আলোকচিত্রীর সৃজনশীলতা ও দৃঢ়তা আমাদের দুজনকেই অনুপ্রাণিত করেছে। তোমার ছবি ও গল্পগুলো আমাদের জানানোর জন্য তোমাকে ধন্যবাদ।’

কেনসিংটন প্রাসাদের এক মুখপাত্র বলেন, ‘সম্মাননা অনুষ্ঠান শেষে লিজের দিনকাল এবং যাত্রার গল্প শুনতে ওয়েলসের প্রিন্স ও প্রিন্সেস একান্তে লিজ এবং তাঁর পরিবারের সঙ্গে বৈঠক করেছেন।’

লিজ বলেছে, উইন্ডসর ক্যাসেলে উইলিয়াম-কেট দম্পতির সঙ্গে দেখা হওয়ার পর সে অত্যন্ত আনন্দিত।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে লিজ লিখেছে, ‘এতটাই প্রেমময়, অকৃত্রিম ও দয়ালু তাঁরা, তাঁদের ব্যাপারে আমি এবং আমার পরিবারের যে অভিজ্ঞতা হলো, তাতে আমি আনন্দিত।’

এই অনুষ্ঠানে কেট মিডলটনের উপস্থিতিটাও বিরল বলতে হয়। কারণ, চলতি বছরের বেশির ভাগ সময় কেট লোকচক্ষুর অন্তরালে ছিলেন। এর আগে রাজপ্রাসাদ থেকে বলা হয়েছে যে কেমোথেরাপি চিকিৎসা শেষ হওয়ার পর প্রিন্সেস ক্যানসারমুক্ত হয়েছেন কি না, তা এ মুহূর্তে বলা সম্ভব নয়।

গত জানুয়ারিতে লিজের ডেসমোপ্লাস্টিক স্মল রাউন্ড সেল টিউমার ধরা পড়ে। এটি মারাত্মক ও বিরল ধরনের ক্যানসার। ক্যানসার শনাক্ত হওয়ার পর ‘একটি আজীবনের স্মরণিকা’ তৈরি করতে আলোকচিত্রী লিজ ছবি তোলার জন্য বিশাল এক তালিকা তৈরি করে রেখেছিল।

নিজের সঞ্চয়ের অর্থে কেনা ক্যামেরায় ছয় বছর বয়স থেকে ছবি তোলা শুরু করেছিল লিজ। তার মা ভিকি রোবোয়না এর আগে বিবিসিকে বলেছিল, ক্যানসার শনাক্ত হওয়ার পর তিনি তাঁর মেয়ের শখ পূরণকে গুরুত্ব দিচ্ছেন।