লন্ডনে ভারতীয় হাইকমিশনের সামনে আবারও খালিস্তান-সমর্থকদের বিক্ষোভ

লন্ডনে ভারতীয় হাইকমিশনের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ছবি: এএনআই

ভারতের পাঞ্জাবে স্বঘোষিত খালিস্তানি নেতা অমৃতপাল সিংয়ের বিরুদ্ধে পুলিশের ধরপাকড় অভিযানের বিরুদ্ধে তাঁর সমর্থকেরা যুক্তরাজ্যে বিক্ষোভ করেছেন। বুধবার ভারতীয় হাইকমিশনের কাছে বিক্ষোভ করেন তাঁরা। এ সময় হাইকমিশনের বিপরীত পাশের সড়কে তাঁদের বাধা দেয় লন্ডন মেট্রোপলিটন পুলিশ। বিক্ষোভকারীরা তখন পুলিশ সদস্যদের লক্ষ্য করে পানির বোতল ও কালি ছুড়ে মেরেছে।

বুধবার লন্ডনে ভারতীয় হাইকমিশনের সামনে খালিস্তানি সমর্থকেরা বিক্ষোভ করবে বলে আগেই ঘোষণা দিয়েছিল। বিক্ষোভকারীদের ঠেকাতে লন্ডন পুলিশও প্রস্তুত ছিল। মাউন্টেড পুলিশের পাশাপাশি ২৪টি বাসে করে লন্ডন পুলিশের সদস্যদের সেখানে মোতায়েন করা হয়।

বুধবার শুরুতে ছোট আকারে বিক্ষোভ শুরু হয়েছিল। সন্ধ্যা গড়ানোর সঙ্গে সঙ্গে বিক্ষোভকারীদের সংখ্যা বাড়তে থাকে। পুলিশ বলছে, রাত নাগাদ প্রায় দুই হাজার বিক্ষোভকারী ঘটনাস্থলে জড়ো হয়েছেন।

তবে বিক্ষোভকারীদের ব্যারিকেড দিয়ে আটকে রাখে পুলিশ। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে উত্তেজনা তৈরি হয়। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পানির বোতল, কালি ও আবির ছুড়ে মারে। পুলিশ বলছে, উত্তেজনা আরও বাড়লে ঘটনাস্থল থেকে বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়া হবে।

ভারতের নয়াদিল্লিতে ব্রিটিশ হাইকমিশনের সামনে থেকে পুলিশ ব্যারিকেড সরিয়ে নেওয়ার পরপরই লন্ডনে নিরাপত্তা জোরদার করা হয়। অনেকে বলছেন, লন্ডনের নিরাপত্তাব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করতেই ব্রিটিশ হাইকমিশনের সামনে থেকে ভারত ব্যারিকেড সরিয়ে নিয়েছে। তবে ভারতীয় পুলিশ বলছে, ব্যারিকেডগুলোর কারণ ওই পথে চলাচল বাধাগ্রস্ত হওয়ায় তা সরিয়ে নেওয়া হয়েছে।

পাঞ্জাবে সম্প্রতি নতুন করে বিচ্ছিন্নতাবাদী ও স্বাধীনতাকামী খালিস্তান আন্দোলন তীব্র হয়ে উঠেছে। আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে ‘ওয়ারিশ পাঞ্জাব দে’ নামের একটি সংগঠন, যাঁর নেতৃত্বে আছেন অমৃতপাল সিং। নতুন করে খালিস্তান আন্দোলন গতি পাওয়ায় কয়েক দিন ধরে অমৃতপালকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। এর প্রতিবাদে তাঁর সমর্থকেরা বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছেন। গত রোববার লন্ডনে ভারতীয় হাইকমিশনের সামনে উড়তে থাকা ভারতীয় পতাকা টেনে নামানোর চেষ্টা করেছিলেন এক খালিস্তানপন্থী। এর পরিপ্রেক্ষিতে ব্রিটিশ সরকার পদক্ষেপ না নেওয়ায় ক্ষুব্ধ হয় ভারত।

যুক্তরাজ্যে ভারতীয় হাইকমিশন এলাকায় ‘নিরাপত্তাব্যবস্থা’ নিয়ে ক্ষোভ জানাতে রোববার সন্ধ্যায় দিল্লিতে নিযুক্ত জ্যেষ্ঠ ব্রিটিশ কূটনীতিকদের তলব করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কোনো ধরনের ব্রিটিশ নিরাপত্তাব্যবস্থা কেন ছিল না, তার জবাব চাওয়া হয়েছে। কারণ, নিরাপত্তা না থাকায় হাইকমিশন প্রাঙ্গণে বিক্ষোভকারীরা ঢুকতে পেরেছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাজ্য সরকার এ ঘটনায় জড়িত ব্যক্তিদের প্রত্যেককে চিহ্নিত ও গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করবে বলে আশা করছে তারা।
ভাঙচুরের ঘটনায় ব্রিটিশ কর্মকর্তারাও নিন্দা জানিয়েছেন। একে ‘অমর্যাদাকর’ ও ‘পুরোপুরি অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ব্রিটিশ পুলিশ একজনকে আটক করেছে। ওই ব্যক্তি এখন জামিনে আছেন।