রাশিয়া ও যুক্তরাজ্যের পতাকা
রাশিয়া ও যুক্তরাজ্যের পতাকা

ছয় ব্রিটিশ কূটনীতিকের স্বীকৃতি বাতিলের খবর জানাল রাশিয়া

গুপ্তচরবৃত্তির অভিযোগে ছয় ব্রিটিশ কূটনীতিকের স্বীকৃতি বাতিল করেছে রাশিয়া। দেশটির গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে। রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) দাবি, অভিযুক্ত কূটনীতিকদের কর্মকাণ্ড দেশটির নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক হুঁশিয়ারির পর কূটনীতিকদের স্বীকৃতি বাতিল করা হয়। পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকিতে আছে বলে সতর্ক করেন পুতিন। তিনি বলেন, ন্যাটো যদি ইউক্রেনকে পশ্চিমাদের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অঞ্চলে হামলার অনুমতি দেয়, তাহলে মস্কো ‘যথাযথ সিদ্ধান্ত’ নেবে।

এ বিষয়ে যুক্তরাজ্যের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লর্ড পিটার রিকেটস বলেন, ইউক্রেনে অস্ত্র সরবরাহে যুক্তরাজ্যকে ইন্ধনদাতা হিসেবে দেখছে রাশিয়া। এ কারণে মস্কোয় কর্মরত ওই ছয় কূটনীতিকের স্বীকৃতি বাতিলের পদক্ষেপ নেওয়া হয়েছে।

ব্রিটিশ কূটনীতিকদের স্বীকৃতি বাতিলের বিষয়ে লর্ড পিটার বিবিসি রেডিও ৪-কে বলেন, রাশিয়ার নিরাপত্তা সংস্থা তাদের দেওয়া বিবৃতিতে যে কারণ দেখিয়েছে, তা সম্পূর্ণভাবে মিথ্যা।

এদিকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মস্কোয় ব্রিটিশ দূতাবাস কূটনীতিক চুক্তির বাইরে চলে গেছে।

মন্ত্রণালয়টির মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, তথাকথিত ওই ব্রিটিশ কূটনীতিকদের কর্মকাণ্ড নিয়ে এফএসবির মূল্যায়নের সঙ্গে একমত রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। তিনি আরও বলেন, ‘ব্রিটিশ দূতাবাস ভিয়েনা কনভেনশনের নির্ধারিত সীমা লঙ্ঘন করেছে।’ রুশ জনগণের ক্ষতির করার লক্ষ্যে ব্রিটিশ দূতাবাস কাজ করছে বলেও অভিযোগ করেন মারিয়া।