রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে কটূক্তি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গত বুধবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকোতে তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানে পুতিনকে নিয়ে কটূক্তি করেন তিনি। এর জবাব দিতেও দেরি করেনি ক্রেমলিন। পুতিনের ওই কটূক্তির জবাবে ক্রেমলিন বলেছে, কটূক্তি করে জো বাইডেন নিজেকে হেয় করেছেন। এ ছাড়া তাঁর মুখের কথার জন্য নিজের দেশকে অপদস্থ করেছেন।
বুধবারের ওই অনুষ্ঠানে পুতিনের কাছ থেকে সব সময়ই পারমাণবিক সংঘাত ও মানবতার হুমকি আছে বলে মন্তব্য করেন বাইডেন। জলবায়ু পরিবর্তনের হুমকির কথাও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। পুতিন ও অন্যদের মতো নেতাদের কারণে এসব হুমকি তৈরি হচ্ছে বলেন তিনি। তহবিলদাতাদের ছোট একটি দলকে এসব কথা বলেন বাইডেন।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘আরেকটি রাষ্ট্রের প্রধানকে নিয়ে যে ভাষায় মার্কিন প্রেসিডেন্ট কথা বলেছেন, তা আমাদের প্রেসিডেন্ট কখনো ব্যবহার করেন না। কিন্তু যাঁরা এ ধরনের শব্দ ব্যবহার করেন, তাঁদের অপদস্থ হতে হয়।’