এবার পর্নোগ্রাফি নিয়ে মুখ খুললেন ভ্যাটিকান সিটির পোপ ফ্রান্সিস। নান ও যাজকেরা পর্নোগ্রাফি দেখেন বলে অভিযোগ করেছেন তিনি। পোপ বলেন, পর্নোগ্রাফি যাজকদের হৃদয়কে দুর্বল করে।
ডিজিটাল মাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের সর্বোত্তম ব্যবহার কীভাবে সম্ভব, এ–সংক্রান্ত এক প্রশ্নের জবাব দিতে গিয়ে এ মন্তব্য করেন পোপ ফ্রান্সিস। ভ্যাটিকান সিটিতে এক অনুষ্ঠানে অনলাইনে পর্নোগ্রাফি দেখার ঝুঁকি সম্পর্কে যাজক ও নানদের সতর্কও করেছেন তিনি।
৮৬ বছর বয়সী পোপ আরও বলেন, ‘পর্নো দেখার পাপ অনেক লোকের মধ্যে আছে...এমনকি যাজক এবং নানদেরও। সেখান থেকে শয়তান প্রবেশ করে। পরিশুদ্ধ হৃদয়ে কখনো পর্নোগ্রাফি বা অশ্লীলতা জায়গা নিতে পারে না।’
সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল দুনিয়ায় বিচরণ করা সম্পর্কে পোপ ফ্রান্সিস বলেন, ‘এগুলোর নানা অপশন ব্যবহার করা উচিত আমাদের। তবে এসব মাধ্যমে বেশি সময় নষ্ট করা উচিত নয়।’ তিনি সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘ফোন থেকে এগুলো সরিয়ে ফেলুন।’